কথায় আছে, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না। আর যখন থাকে না, তখনই যত ঝঞ্ঝাট। ইঁদুরের গর্তে হাতজোর করে প্রার্থনা করলেও আসল দাঁত আর গজায় না। তবে প্রশান্ত মহাসাগরের লিংকড মাছের (Lingcod Fish) তেমন কোনো দুশ্চিন্তা নেই। দিব্যি গোঁয়ার মাছ। শিকার দেখলেই তার আর মাথার ঠিক থাকে না। আর শিকারের কারণেই রোজই তার দাঁত খোয়া যায়। তাতে অবশ্য চিন্তার কিছু নেই। কারণ এক দিনেই ২০টি নতুন দাঁতের (Teeth) জন্ম হয় এই মাছের শরীরে। এমনটাই জানা গিয়েছে সাম্প্রতিক গবেষণায়। ‘প্রসিডিংস অফ রয়্যাল সোসাইটি বায়োলজি’ পত্রিকায় প্রকাশিত হয়েছে সেই গবেষণাপত্র।
অন্যতম আক্রমণাত্মক সামুদ্রিক মাছগুলির একটি এই লিংকড। তাকে নিয়ে পরীক্ষানিরীক্ষা করা বেশ কঠিন কাজ। মাংসের গন্ধ পেলেই তার মাথার ঠিক থাকে না। আর মানুষের মতো প্রাণী পেলে তো কথাই নেই। তবু ভয় পাননি ওয়াশিংটন ইউনিভার্সিটির গবেষকরা। লিংকড মাছের দাঁত খুব একটা মজবুত নয়। তবে তার মুখে প্রায় ৫০০টি দাঁত থাকে। আর এতগুলো দাঁতের মিলিত কামড় সহ্য করা যে কোনো প্রাণীর পক্ষেই অসম্ভব। কিন্তু শিকার ধরা পড়লেও দেখা যায় অনেক ক্ষেত্রেই মাছগুলির দাঁত আর অক্ষত নেই। কীভাবে আবার নতুন দাঁত গজায়, আর কত সময় লাগে নতুন দাঁত গজাতে, এই সবই পরীক্ষা করে দেখতে চেয়েছিলেন গবেষকরা।
ট্যাঙ্কে রাখা লিংকড মাছগুলিকে খাবারের সঙ্গে দেওয়া হয়েছিল বিভিন্ন ফ্লুরোসেন্ট রঞ্জক। আর তার ফলেই সেই রং লেগে গিয়েছিল মাছগুলির দাঁতের মধ্যেও। এভাবেই দাঁতের রং দেখে পরীক্ষার ব্যবস্থা করা হয়। কারণ হাতে নিয়ে দাঁত গোনা সম্ভব নয়। তাহলেই মাছটি আক্রমণ করতে পারে। প্রায় ২০০টি লিংকড মাছের উপর একসঙ্গে পরীক্ষা চালিয়ে দেখা যায়, প্রতিদিন প্রায় ২০টি নতুন দাঁত গজাচ্ছে এক একটি মাছের। মানুষের যদি এমন ক্ষমতা থাকত, তাহলে টুথব্রাশ নামক জিনিসটার কোনো প্রয়োজনই পড়ত না।
আরও পড়ুন
একঝাঁক নতুন প্রজাতির আবিষ্কার বাংলায়, জানাচ্ছে রিপোর্ট
প্রাথমিকভাবে বিজ্ঞানীরা এই বিষয়টিতে অবাক হয়েছেন ঠিকই। তবে এই ঘটনা যে নজিরবিহীন, এমনটা স্বীকার করতে রাজি নন অনেকেই। যদিও কোনো প্রাণীর এত দ্রুত দাঁত জন্মানোর উদাহরণ নেই। তবে বিজ্ঞানীরা বলছেন, এভাবে মাংসাসী মাছেদের দাঁত নিয়ে গবেষণাও আগে হয়নি। এর আগে যে ধরনের গবেষণা হয়েছে, তাতে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ফলে এটি মাংসাসী মাছেদেরই বৈশিষ্ট্য, নাকি পেসিফিক লিংকড মাছের স্বতন্ত্র বৈশিষ্ট্য, তা জানতে আরও গবেষণার প্রয়োজন।
আরও পড়ুন
টুইটারের পাখি ‘ল্যারি’ প্রজাতির! কে এই ল্যারি?
Powered by Froala Editor
আরও পড়ুন
ভারতের নিজস্ব ‘জুরাসিক পার্ক’, দাপিয়ে বেড়াত ১৩টি প্রজাতির ডাইনোসর!