এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াই হোক বা টিভি চ্যানেল, সব জায়গায় করোনার পাশে জায়গা করে নিয়েছেন আরও একজন। ইরফান খান। তবে এই খবরটির জন্য কেউই প্রস্তুত ছিলেন না। ইরফান খান চলে তো গেলেন; কিন্তু রেখে গেলেন অনেক সিনেমা, অনেক মুহূর্ত। তাঁর মৃত্যুর দিনে সেরকমই একটি সিনেমা নিয়ে হাজির হল ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউট অফ ইন্ডিয়া (এফটিআইআই)।
আরও পড়ুন
প্রয়াত অভিনেতা ইরফান খান, ৫৩ বছর বয়সেই শেষ হল যাত্রা
ওই প্রতিষ্ঠানের ছাত্ররাই ডিপ্লোমার জন্য ১৯৯০ সালে তৈরি করেছিলেন একটি সিনেমা। নাম, ‘রিকনিসেন্স’। বাংলায় যার অর্থ পরিদর্শন বা অনুসন্ধান। গোটা ছবিটার মূল ভাবটাও ছিল সেটা। এফটিআইআইয়ের তখনকার কয়েকজন ছাত্র মিলে তৈরি করেছিল এই স্বল্প দৈর্ঘ্যের সিনেমা। যে ছাত্রদের মধ্যে ছিলেন সন্দীপ চট্টোপাধ্যায়, অমিত সেনগুপ্ত, সুমিত ঘোষ ও নমিতা নায়েক। বলা যেতে পারে, বাঙালি টিম। আর এখানেই অন্যতম মুখ্য চরিত্রে অভিনয় করেন ইরফান খান। তাঁর সঙ্গে ছিলেন অনিতা কানওয়ারও।
আরও পড়ুন
স্ত্রী বাঙালি, কাজ করেছেন বাঙালি পরিচালকদের সঙ্গেও; হয়ে উঠেছিলেন বাংলার আপনজন
একটি লোকের যাত্রা দেখানো হয়েছে ছবিতে। মৃত্যুর দিনে এমন ছবি যেন সমাপতন হয়ে হাজির হল। ‘রিকনিসেন্স’ এর আগে দর্শকদের সামনে আসেনি। ফিল্ম ইন্সটিটিউটের ভেতরেই থেকে গিয়েছিল। ইরফান খানের অকালপ্রয়াণ সেই ছবিকেই আবার জ্যান্ত করে দিল। এটাই এফটিআইআইয়ের শ্রদ্ধার্ঘ্য। দর্শকরা চাইলে এই সিনেমাটি আজ থেকে নেটে দেখতে পারবেন।