চলতি বছরের শুরুতেই সামাজিক মাধ্যমের দৌলতে ছড়িয়ে পড়েছিল একটি ছবি। একটি হ্রদ, আর তার চেহারা সত্যিই অবাক করার মতো। বড় এই হ্রদকে ঘিরে অনেকগুলি ছোট ছোট জলাশয়। আর তাদের ঘিরে আছে ছোটো-বড়ো সবুজ গাছ। সব মিলিয়ে দেখতে ঠিক ফুলের মতো। সামাজিক মাধ্যমে অনেকেই অবশ্য ভেবেছিলেন, ছবিটি আসল নয়। তবে এবার সামনে থেকে সেই হ্রদ দেখার সুযোগও আসতে চলেছে।
হ্যাঁ, মানুষের হাতেই তৈরি হয়েছে আশ্চর্য এই হ্রদ। ফেক ছবি বা ভিন গ্রহের প্রাণী, কোনো ধারণাই ঠিক নয়। দুবাই মিউনিসিপ্যালিটির ক্রিয়েটিভ ডিজাইনাররাই এই হ্রদের নকশা তৈরি করেছেন। আর সেই নকশা অনুযায়ী মাত্র কয়েক মাসের মধ্যে হয়েছে সমস্ত কাজ। সব শেষে সবুজ গাছ দিয়ে হ্রদের মাঝখানে লেখা হয়েছে একটি কথা, ‘এক্সপো ২০২০’। আসলে এই আন্তর্জাতিক প্রদর্শনীকে ঘিরে আরবের মানুষের উৎসাহের শেষ নেই। আর সেই উৎসাহ ধরে রাখতেই নানা রঙে সেজে উঠছে শহর। এর মধ্যে করোনার প্রকোপে অনুষ্ঠান এক বছর পিছিয়ে গেলেও তার প্রস্তুতি শেষ হয়ে গিয়েছে অনেক আগেই।
২০২১ সালের অক্টোবর থেকে দুবাইতে অনুষ্ঠিত হবে ‘এক্সপো’ প্রদর্শনী। ভারতবর্ষ-সহ পৃথিবীর ১৪৭টি দেশ সেই প্রদর্শনীতে অংশগ্রহণ করতে চলেছে। আর সেই অনুষ্ঠানের চিহ্ন হিসাবে বেছে নেওয়া হয়েছে এই ফুলের মতো নকশাটিকে। তবে এই নকশার সঙ্গে জড়িয়ে আছে এক বহু প্রাচীন ইতিহাস। কয়েক বছর আগে দুবাই শহরেই খননকার্য চালাতে গিয়ে একটি অদ্ভুত আংটি উদ্ধার করেন প্রত্নতাত্ত্বিকরা। আর পরীক্ষায় জানা যায় সেই আংটির বয়স অন্তত ৪ হাজার বছর। এটিই আরব দেশে পাওয়া সবচেয়ে প্রাচীন গয়না। আর তার চেহারা সত্যিই অবাক করার মতো। ‘এক্সপো’ প্রদর্শনীর জন্য সেই আংটির নকশাকেই বেছে নিয়েছিলেন উদ্যোক্তারা। আর সেই নকশার অনুকরণেই তৈরি হয়েছে এই হ্রদ। চিত্রগ্রাহক মোস্তাফার ক্যামেরায় বন্দি সেই ছবি এতদিনে পৃথিবীর প্রতিটা প্রান্তে ছড়িয়ে পড়েছে। ১০১ আরব্যরজনীর দেশে অবাক করার মতো ইতিহাসের শেষ নেই। এবার তার সঙ্গেই যুক্ত হল আরও এক বিস্ময়।
Powered by Froala Editor
আরও পড়ুন
এই ছায়াপথেই রয়েছে অন্তত ৩৬টি ভিনগ্রহের সভ্যতা, বিজ্ঞানীদের গবেষণায় চাঞ্চল্য