বৃষ্টির সঙ্গে ঝরে পড়ে বহুমূল্য রত্ন, অদ্ভুত গ্রহের সন্ধান পেলেন বিজ্ঞানীরা

উষ্ণায়নের যুগে দাঁড়িয়ে ক্রমশ বিরল থেকে বিরলতম ঘটনায় পরিণত হয়েছে শিলাবৃষ্টি। তবে দৈবাৎ এমন ঘটনার সাক্ষী হলে, রীতিমতো খুশিতে উপচে ওঠে বাঙালির মন। এমনকি শিল কুড়ানোও এক প্রকার নেশার মতো অনেকের কাছে। তবে নিতান্ত বরফের বদলে যদি আকাশ থেকে ঝরে পড়ে মহামূল্য রত্ন (Gems)? না, রূপকথা নয়। এমনটাও ঘটে থাকে বাস্তবে। সম্প্রতি এমনই একটি ‘রত্নগর্ভা’ ভিনগ্রহের সন্ধান দিলেন গবেষকরা। 

‘ওয়াস্প-১২১বি’ (Wasp-121b)। পৃথিবী থেকে প্রায় ৮৫৫ আলোকবর্ষ দূরে অবস্থিত এই দৈত্যাকার গ্যাসীয় গ্রহটি। আয়তন সৌরজগতের বৃহত্তম সদস্য বৃহস্পতির থেকেও বেশ খানিকটা বড়ো। তার ভরও বৃহস্পতির থেকে বেশি। আজ থেকে ছ’বছর আগে, ২০১৫ সালেই আবিষ্কৃত হয়েছিল এই অদ্ভুত গ্রহটি। সম্প্রতি, এই গ্রহের চরিত্র বিশ্লেষণ করেই রীতিমতো চমকে উঠলেন গবেষকরা। আদতে সেখানে বৃষ্টি হিসাবে আকাশ থেকে যা ঝরে পড়ে— তা আসলে বহুমূল্য তরল রত্ন। আর তার মেঘ বাষ্পীভূত ধাতু দিয়ে তৈরি। কিন্তু এমন অদ্ভুত ঘটনার কারণ কী?

ওয়াস্প-১২১বি-এর আয়তন অনেকটা রাগবি বলের মতো। তীব্র মহাকর্ষীয় টানের কারণেই এই ধরনের আকার ধারণ করেছে এই গ্রহটি। নক্ষত্রের সঙ্গে তার দূরত্ব কম হওয়ায় একবার সম্পূর্ণভাবে কক্ষপথ অতিক্রম করতে তার সময় লাগে মাত্র ৩০ ঘণ্টা। এই গতির জন্যই গ্রহটির একটি দিক সবসময় নক্ষত্রের দিকে ঘুরে থাকে। অন্যদিকে বিরাজ করে চিরঅন্ধকার। দুই পৃষ্ঠে তাপমাত্রার এই তারতম্যের কারণেই ‘ধাতব’ মেঘের সৃষ্টি হয় এই গ্রহে। সামনের পৃষ্ঠ থেকে লোহা এবং কোরান্ডাম বাষ্পীভূত হয়ে মেঘ তৈরি করে ওয়াস্প-১২১বি-তে। তারপর সেই মেঘের প্রভাবে বৃষ্টি হয় শীতল অঞ্চলে। ফলে, বৃষ্টির সময় তৈরি হয় রুবি এমনকি নীলকান্তমণির মতো উল্লেখযোগ্য রত্ন। আর পরিমাণও নেহাত কম নয়। 

সম্প্রতি, নেচার পত্রিকায় প্রকাশিত হয়েছে এই গবেষণাপত্রটি। গবেষণার নেতৃত্বে ছিলেন ম্যাসাচুসেট ইনস্টিটিউট অফ টেকনোলজির কাভলি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স অ্যান্ড স্পেস রিসার্চের অধ্যাপক টমাস মিকাল-ইভান্স। অদ্ভুত এই ঘটনাকে ‘রত্নবৃষ্টি’ হিসাবেই নামাঙ্কিত করেছেন তিনি। 

আরও পড়ুন
সৌরজগতের বাইরেও গ্রহেও রয়েছে চৌম্বকক্ষেত্র, জানাল হাবল

এমন গ্রহ মানুষের নাগালে থাকলে, সেখানে পুঁজিপতিদের ভিড় জমে যেত— তাতে সন্দেহ নেই কোনো। তবে দুঃখের বিষয় হল, এই প্রবল অভিকর্ষ বল ও গ্যাসের পিণ্ডে মানুষের বেঁচে থাকা প্রায় অসম্ভব। অফুরান রত্নভাণ্ডারের অতন্দ্র প্রহরী এই বিষাক্ত পরিবেশ…

আরও পড়ুন
পৃথিবীর চেয়েও জলের পরিমাণ বেশি এই গ্রহে!

Powered by Froala Editor

আরও পড়ুন
১৭১৫টি বসবাসযোগ্য গ্রহ থেকে দৃশ্যমান পৃথিবী, ইঙ্গিত ভিনগ্রহীদের দিকেই?

Latest News See More