কাটা আঙুল জোড়া লাগিয়ে নজির কলকাতা মেডিক্যাল কলেজের

মাসকয়েক আগেই ডাক্তারদের আন্দোলন পৌঁছেছিল চরমে। তার সমাধান হয়েছে কিনা, তা অন্য বিষয়। কিন্তু তাঁরা যে অসাধ্যসাধন করতে পারেন, প্রমাণিত হল আরও একবার। এবার কাটা আঙুল জোড়া লাগিয়ে। ঘটনাটি কলকাতা মেডিক্যাল কলেজের। পাথরপ্রতিমার বাসিন্দা অমিয়কুমার প্রামাণিকের আঙুল জোড়া লাগিয়েই শিরোনামে উঠে এসেছেন মেডিক্যাল কলেজের ডাক্তাররা।

বেশ কয়েকদিন আগে, পেশায় স্কুলশিক্ষক অমিয়কুমার প্রামাণিকের হাতের আঙুল কেটে যায় মার্বেল কাটার মেশিনে। তাঁর বাড়িতে মার্বেলের কাজ হচ্ছিল। মার্বেলের মিস্ত্রির সহকারী না আসায়, অমিয়বাবু নিজেই সাহায্য করতে এগিয়ে আসেন। তখনই ঘটে দুর্ঘটনা।

পাথরপ্রতিমা হাসপাতালে নিয়ে গেলে, তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজে রেফার করা হয়। সঙ্গে আসে কাটা আঙুলটিও। ফ্রিজে রেখে দেওয়া হয় সেই আঙুল। তারপর, দীর্ঘ অস্ত্রোপচার করে তা জোড়া লাগানো হয়। সতেরো দিন পর আজ ছাড়া পেয়েছেন অমিয়বাবু। হাত একেবারে আগের মতোই। আর এই বিস্ময়কর সাফল্যের সম্পূর্ণ কৃতিত্ব ডাক্তারদেরই।

Latest News See More