হারিয়ে যাওয়া রিল পুনরুদ্ধার, ৬৩ বছর পর ‘মুক্তি’ পাবে কিশোর কুমারের সিনেমা

তিনি একাধারে শুধু কিংবদন্তি গায়কই ছিলেন না। সেই সঙ্গে ছিলেন অভিনেতা, গীতিকার, সঙ্গীত পরিচালক, প্রযোজক - আরও কত কী! তিনি নেই, কিন্তু তাঁর কাজ আজও সব জায়গায় সমান জনপ্রিয়। হ্যাঁ, কথা হচ্ছে কিশোর কুমারকে নিয়ে। আবারও তিনি ফিরতে চলেছেন নতুন সিনেমা নিয়ে। সেখানে আবার অভিনয় করবেন তিনি।

অবাক লাগছে শুনে! কিন্তু ঠিক এই ঘটনাই ঘটেছে মুম্বইতে। ছয় দশক পর প্রকাশ্যে এল কিশোর কুমার অভিনীত হিন্দি ছবি ‘বেগুনাহ’। ১৯৫৭ সালে নরেন্দ্র সুরির পরিচালনায় তৈরি হয়েছিল এই ছবিটি। অভিনয় করেছিলেন কিশোর কুমার, শাকিলা, হেলেন। অবশ্য আরও একটা কারণে স্পেশ্যাল এই ছবি। এখানেই মুকেশের গলায় ‘অ্যায় প্যায়াসি দিল বেজুবান’ গানটার চিত্রায়নে পিয়ানো বাজাতে দেখা যায় কিংবদন্তি সুরকার জয়কিষেনকে।

’৫৭-তে ছবিটি মুক্তি পেলেও বন্ধ হয়ে যায় একটি বিতর্কের কারণে। অভিযোগ ওঠে, প্যারামাউন্ট পিকচার্সের ‘নক অন উড’-এর অনুকরণে এই ছবিটি তৈরি করা হয়। অভিযোগ ওঠে প্লেগিয়ারিজমের। ভারতের আদালতে প্যারামাউন্ট জিতে যাওয়ার পর, সিনেমাটিকে ব্যান করে দেওয়া হয়। সমস্ত প্রিন্ট, রিল নষ্ট করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

কিন্তু রিল নষ্ট হয়নি। সম্প্রতি ‘বেগুনাহ’ সিনেমার সেই রিলটিই খুঁজে পাওয়া যায়। প্রায় ৬০ বছর অতিক্রান্ত হওয়ার পর আবারও মুক্তির কথা ভাবা হচ্ছে। সব ঠিক থাকলে, এই বছরই ৪ আগস্ট, কিশোর কুমারের জন্মদিনের দিন দর্শকদের সামনে আনা হবে বলে জানিয়েছেন কিশোর-পুত্র অমিত কুমার। আপাতত বলিউডে এখন উত্তেজনা তুঙ্গে। এই রিল যাতে সযত্নে রক্ষিত হয়, সেটারই কথা বলছেন সেলেব্রিটিরা।

More From Author See More

Latest News See More