আমফানের ভয়ঙ্কর তাণ্ডবে তছনছ হয়ে গেছে দক্ষিণবঙ্গ। বিশেষত ধ্বংসস্তুপে পরিণত হয়েছে সুন্দরবন। ইতিমধ্যেই ক্ষতিপূরণ হিসাবে ৩০ লক্ষ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট ১৪৪৪ কোটি টাকার অর্থসাহায্য পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বাংলা ঐতিহ্য সুন্দরবনকে এবার আরো একটা উপহার দিলেন তিনি। পরিবেশ দিবস উপলক্ষে সুন্দরবনে রোপণ করা হবে ৫ কোটি ম্যানগ্রোভ গাছ, নবান্ন থেকে এমনটাই তিনি ঘোষণা করলেন আজ।
আমফানে ধুয়ে গিয়েছিল সুন্দরবন। ঝড়ের সঙ্গেই প্রবল জলো চ্ছ্বাসে তলিয়ে গিয়েছিল সুন্দরবনের উপকূলবর্তী অংশ। এছাড়াও ঝড়ে ভেঙেছিল কিংবা উপড়ে গিয়েছিল অনেক গাছই। দগদগে সেই ক্ষতই সারিয়ে তুলতে সবুজায়নের পথে হাঁটল রাজ্য। ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। আর এই দিন থেকেই পরবর্তী এক মাসের মধ্যে রোপণ করা হবে ম্যানগ্রোভ বৃক্ষগুলি। কাজের দায়িত্ব দেওয়া হয়েছে পরিবেশ দফতরকেই। পাশাপাশি কিছুদিন আগেই পুরমন্ত্রী ফিরহাদ হাকিমও এই একই পথে হেঁটেছিলেন। ঘোষণা করেছিলেন কলকাতা ও অন্যান্য শহুরে এলাকায় সবুজায়নের দায়িত্ব নিলে ছাড় মিলবে সরকারি কর-এ।
তবে শুধু সুন্দরবনের ম্যানগ্রোভ না, ক্ষতিগ্রস্ত হয়েছিল কুমিরপ্রকল্প, ব্যাঘ্রপ্রকল্প, বন্যপ্রাণ উদ্ধার কেন্দ্র ও বন দফতরের অফিস। ইতিমধ্যেই সারাইয়ের কাজ শুরু হয়েছে সেসবের। এবার মুছে যাওয়া সবুজকেও ফিরিয়ে দেওয়ার অভিনব উদ্যোগ নিল সরকার। বিভীষিকাময় ঝড়ের স্মৃতি ভুলে সুস্থতার দিকেই আস্তে আস্তে এগোচ্ছে সুন্দরবন।
Powered by Froala Editor