নির্জন প্রান্তরে আবিষ্কৃত মনোলিথ, যুক্তরাষ্ট্রের ইউটা প্রদেশে লুকিয়ে কোন রহস্য?

যুক্তরাষ্ট্রের ইউটা প্রদেশ। সেখানকার নির্জন প্রান্তরেই চলছিল বন্য ভেড়া গণনার কাজ। হেলিকপ্টার থেকে জীববিজ্ঞানীরা ও সরকারি আধিকারিকেরা চালাচ্ছিলেন পর্যবেক্ষণ। প্রথম তাঁদের চোখে পড়ে বিষয়টি। পাথুরে জমির মাঝে একটি রহস্যজনক বস্তু থেকে যেন ঠিকরে আসছে আলোর ছটা। সঙ্গে সঙ্গেই হেলিকপ্টার ঘোরাতে বলেন তাঁরা। কাছেই ল্যান্ড করে আকাশযান।

হেলিকপ্টার থেকে নেমে অকুস্থলে গিয়ে তাজ্জব বনে যান সকলেই। জনহীন প্রান্তরে দাঁড়িয়ে রয়েছে একটি ধাতব প্রস্তরখণ্ড। কীভাবে এল এটি? কে-ই বা নিয়ে এল এই মনোলিথ? কারণ এই ধরণের মনুষ্যসৃষ্ট কাঠামোর অস্তিত্ব ছিল এখানে, তা পারতপক্ষে জানা ছিল না কারোরই।

হেলিকপ্টার চালক ব্রেট হ্যাচিংস জানান, মনোলিথটির উচ্চতা প্রায় ১০-১২ ফুট। তবে প্রকৃত আয়তন তার থেকেও অনেকটাই বেশি। বেশিরভাগটিই লুকিয়ে রয়েছে মাটির নিচে, এমনটাই ধারণা তাঁর। লাল পাথুরে শিলার মধ্যে মসৃণ, কালো-ধূসর ধাতব এই মনোলিথটি সত্যিই বিস্ময়কর। ইউটা প্রদেশের ছোট্ট গিরিখাত কুল-ডি-স্যাকের কেন্দ্রেই প্রতিস্থাপিত করা হয়েছে মনোলিথটিকে। তা দেখেই বোঝা যাবে মনুষ্যসৃষ্ট।

উল্লেখ্য, স্ট্যানলি কিউব্রিকের ১৯৬৮ সালে নির্মিত ছবি ‘২০০১: আ স্পেস ওডিসি’ সিনেমাতেও রয়েছে এই একই ধরণের একটি আইকনিক নির্মাণ। ব্রেটের অভিমত এই সিনেমার সঙ্গেই যোগ রয়েছে সদ্য খুঁজে পাওয়া মনোলিথটির। সিনেমার কোনো অন্ধ ভক্তই এই শিল্পকর্মের পিছনে লুকিয়ে রয়েছেন বলে ধারণা তাঁর। 

আরও পড়ুন
নরওয়েতে আবিষ্কৃত ভাইকিং-দের ব্যবহৃত জাহাজ, উল্লসিত প্রত্নতাত্ত্বিকরা

তবে এর আগেও নির্জন প্রান্তরে এই ধরণের শিল্প সৃষ্টির নজিরবিহীন ঘটনা ঘটেছে। ২০১৯ সালে জার্মান শিল্পী ম্যাক্স সিয়েনডেন্টোফ নামিবিয়ার নামিবি মরুভূমির মধ্যেই তৈরি করেন এক আশ্চর্য স্থাপত্য। হলুদ মরুরাশির মধ্যেই তিনি তৈরি করেছিলেন সাতটি স্তম্ভ। প্রতিটির মাথায় একটি করে স্পিকার ও মাঝে একটি স্তম্ভে লাগিয়েছিলেন একটি এমপি থ্রি প্লেয়ার। অবিরামভাবেই সেখানে বেজে চলেছিল একটি টোটো গান— ‘আফ্রিকা’।

সিয়েনডেন্টোফ ছবি প্রকাশ করলেও, এই স্থাপত্যের অবস্থান জানাননি কখনও। এক বিবৃতিতে বলেছিলেন সাধারণ মানুষের অভিযানস্পৃহার জন্যই বরং অজানা থাক সেটি। একজন প্রকৃত টোটো সঙ্গীতপ্রেমীই খুঁজে বের করুক সেই শিল্পকে, চাইতেন তিনি। 

আরও পড়ুন
সিন্ধু সভ্যতার সময়েও ছিল দুগ্ধ-প্রক্রিয়াকরণ শিল্প, বাঙালি প্রত্নতাত্ত্বিকের নেতৃত্বে মিলল প্রমাণ

ইউটা প্রদেশে সদ্য আবিষ্কৃত শিল্পকলাটির পিছনেও কি রয়েছেন তিনিই? থেকে যাচ্ছে সেই সম্ভাবনাও। তবে তিনি না হলেও, যে শিল্পীই এই স্থাপত্য তৈরি করেছেন, তাঁর উদ্দেশ্যও যে একইরকম ছিল, তা বলাই বাহুল্য...

Powered by Froala Editor

আরও পড়ুন
প্রত্নসামগ্রী উদ্ধার করতে নিতেন হরেক ছদ্মবেশ, এক বিস্মৃত বাঙালি প্রত্নতাত্ত্বিকের কাহিনি

Latest News See More