প্রাচীন স্থাপত্যশৈলীতে তৈরি পরিবেশবান্ধব বাড়ি, তাক লাগাচ্ছেন মারাঠি দম্পতি

উঁচু উঁচু দেয়ালের বিরাট এক অট্টালিকা। ঠিক যেন পুরনো আমলের কোনো রাজপ্রাসাদ। তবে বাড়িটির বয়স আদৌ বেশি নয়। বছর দশেক কি বছর পনেরো বড়োজোর। আর আরও আশ্চর্যের বিষয়, এই বাড়িটি তৈরি করতে খরচ হয়েছে মাত্র ৮ লক্ষ টাকা। কী ভাবছেন? অসম্ভব? তবে এই অসম্ভবকেই সম্ভব করে তুলেছেন মহারাষ্ট্রের এক দম্পতি। আর তার জন্য বেছে নিয়েছেন এদেশের চিরাচরিত নির্মাণশৈলীকেই।

চাকরি থেকে অবসর নেওয়ার পর যখন বাড়ি তৈরির কথা ভাবলেন প্রবীণ মালি, তখন প্রথমেই তাঁর মনে হয়েছিল পরিবেশের কথা। এই বিষাক্ত পৃথিবীতে কি আরও একটা কংক্রিটের স্তূপ তৈরি করবেন? আর এই বিষয় নিয়ে পড়াশোনা করতে করতেই পরিচয় হল ধামানি শৈলীর সঙ্গে। উইলিয়াম লুই বেকারের ভাবনায় ভারতের প্রাচীন স্থাপত্য শৈলীই আধুনিকতার ছোঁয়া পেয়েছিল। কিন্তু বাণিজ্যিক মুনাফার সুযোগ কম থাকায় সেই শৈলী শেষ পর্যন্ত হারিয়ে যায়। অবশ্য নিজের বাড়ি ছাড়াও এই ১৫ বছরে অন্তত ২২টি বাড়ি তৈরি করেছেন প্রবীণ এবং বিদ্যা মালি। তৈরি করেছেন নিজস্ব সংস্থা ‘এবিএইচে আর্কিটেক্ট’।

সেই প্রাচীন শৈলীর অনুকরণেই প্রতিটা বাড়িতে আছে খিলান, গম্বুজ, স্কাইলাইট। বাইরের আলো-বাতাস যেমন অনায়াসে খেলা করে, তেমনই প্রাকৃতিক দুর্যোগের হাত থেকেও রক্ষা করে এই কাঠামো। ভাবতে অবাক লাগে, সিমেন্ট বা টিএমটি বারের পরিবর্তে বাঁশ, নারকেল কাঠি, পোড়া মাটি দিয়ে তৈরি এই বাড়িগুলি অন্য বাড়ির চেয়ে অনেক বেশি পোক্ত। প্রবীণ মালির কথায়, আজকে আমরা যাকে আধুনিক বলে মনে করছি, সময়ের নিরিখে তার মেয়াদ ফুরিয়েছে। এখন নতুন ভাবনার প্রয়োজন। আর সেই ভাবনার রসদ আছে ইতিহাসের মধ্যেই।

Powered by Froala Editor

আরও পড়ুন
মাছের মতো দেখতে রোবট, সমুদ্রে পরিবেশ রক্ষার নয়া সেনানী?

Latest News See More