জমছে প্লাস্টিকের বর্জ্য, আবারও দূষণের শিকার ইংল্যান্ডের ‘গর্ব’ টেমস নদী

ভারতের নদীগুলির জরাজীর্ণ অবস্থা পুনরায় ফেরাতে হবে— এমন দাবি বহুদিনের। কাজের কাজ কতটা হয় সেই প্রসঙ্গ পরে আলোচনা করা যাবে। আপাতত এই নদীর স্বাস্থ্যের কথা বলতে গিয়ে যাদেরর নাম সামনে চলে আসে, তাদের মধ্যে অন্যতম হল টেমস। হ্যাঁ, ইংল্যান্ডের গৌরব টেমস নদী। এককালের অতি দূষিত নদী এখন বিশ্বের সবচেয়ে শুদ্ধ নদীগুলির মধ্যে অন্যতম। সত্যিই কি তাই? এই ‘শুদ্ধতার’ জায়গাতেই প্রশ্নচিহ্ন তুলে দিয়েছেন বিজ্ঞানীরা। তাঁদের গবেষণা বলছে, ক্রমাগত মাইক্রোপ্লাস্টিক মিশে টেমসের জল দূষিত হয়ে উঠছে, যা ইউরোপের অন্যান্য অনেক নদীর থেকেই বেশি!

লন্ডন ইউনিভার্সিটির গবেষকদের একটি বিশেষ দল দীর্ঘদিন ধরে টেমস নদীর স্বাস্থ্য নিয়ে পরীক্ষা করছিল। একটা সময় দূষিত অবস্থা থেকে নিজের সুন্দর রূপ ফিরে পেয়েছিল নদীটি। প্রতি বছর হাজার হাজার পর্যটক এখানে আসেন, টেমসের বুকে ভাসে হাউজবোট। এখনও কি বজায় আছে সেই স্বাস্থ্য? সেই গবেষণা করতে গিয়েই চাঞ্চল্যকর তথ্য আসে তাদের হাতে। বিজ্ঞানীরা দেখেন, টেমসের বুকে ছড়িয়ে আছে হাজার হাজার প্লাস্টিক। হিসেব অনুযায়ী, প্রতি সেকেন্ডে ৯৪ হাজার মাইক্রোপ্লাস্টিক টেমস দিয়ে বয়ে যাচ্ছে! তার সঙ্গে যাবতীয় প্লাস্টিকের বর্জ্য এসে জমা হচ্ছে নদীর ধারে। যার ফলে দূষণ বাড়ছে। 

বিজ্ঞানীরা আরও বলছেন, বর্তমান করোনার পরিস্থিতিতে এই টেমসের প্লাস্টিক দূষণের পরিমাণ আরও বেড়ে গেছে। যাবতীয় মাস্ক, গ্লাভস, প্লাস্টিকের ব্যাগ এবং পরিষ্কার করার সামগ্রী এনে ফেলা হচ্ছে টেমসের ধারেই। সেগুলো দিনের শেষে জলেই মিশছে। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেখানকার পরিবেশ। টেমসে যে সমস্ত কাঁকড়ার বাস ছিল, তাদের শরীরের ভেতরেও মাইক্রোপ্লাস্টিকের অস্তিত্ব পাওয়া গেছে। একটা সময় যে নদীর স্বাস্থ্য উদ্ধার করা গিয়েছিল অনেকটা, আজ আবারও দূষণের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। 

Powered by Froala Editor

আরও পড়ুন
চলতি বছরে শুধুমাত্র দিল্লিতেই বায়ু দূষণে মৃত ২৪ হাজার, জানাল সমীক্ষা