বার্সেলোনার সঙ্গে সম্পর্কে ইতি, এবার কি অ্যাথলেটিকোর পথে সুয়ারেজ?

শেষ অবধি সম্পর্কছিন্ন হল সুয়ারেজ এবং বার্সেলোনার। ক্ষমতায় আসার পরই বার্সেলোনার নতুন কোচ রোনাল্ড কোয়েম্যান দেড় মিনিটের ফোন কলেই জানিয়ে দিয়েছিলেন তাঁর পছন্দের প্রথম একাদশে নেই সুয়ারেজ। চাইলে নতুন ক্লাব খুঁজে নিতে পারেন তিনি। তারপরেও বার্সা ছাড়তে রাজি ছিলেন না সুয়ারেজ। তবে শেষ অবধি সেই দিকেই গড়াল চাকা। ক্যাতালন ক্লাবটির সঙ্গে একবছরের চুক্তি থাকলেও, সুয়ারেজকে ফ্রি এজেন্ট হিসাবেই ক্লাব ছাড়ার ছারপত্র দিল বার্সেলোনা।

২০১৪-১৫ মরসুমে লিভারপুল থেকে এসে বার্সেলোনার জার্সি গায়ে চাপিয়েছিলেন উরুগুয়ের এই তারকা সেন্ট্রাল ফরোয়ার্ড। তবে ক্যাম্প ন্যু-তে এসেই মাঠে নামার সুযোগ হয়নি তাঁর। মাঠে হিংসাত্মক আচরণের জন্য তখন তাঁর এক বছরের নিষেধাজ্ঞা। শেষ অবধি আদালতের দ্বারস্থ হতে সেই শাস্তির মেয়াদ কমেছিল ৪ মাসে। নির্বাসন থেকে ফিরেছিলেন দুরন্ত ফর্মে। গোল দিয়েই শুরু হয়েছিল বার্সার সঙ্গে পথ চলা। 

তবে একজন প্রলোফিক স্ট্রাইকারের পাশাপাশিই অ্যাসিস্টেও সিদ্ধহস্ত সুয়ারেজ ছিলেন বার্সার অন্যতম আক্রমণের হাতিয়ার। দূরপাল্লার শট, পাস দেওয়ার বিচক্ষণতাই অনন্য করে তুলেছিল সুয়ারেজকে। মেসিকে যোগ্য অনুষঙ্গ দেওয়ার দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন ধরেই। মেসি-নেইমার-সুয়ারেজ ট্রায়োর দৌলতেই ২০১৪-১৫তে চ্যাম্পিয়ন্স লিগ এসেছিল ক্যাতালন ক্লাবে। ২০১৪ থেকে ২০১৮-এর মধ্যে পাঁচটি স্প্যানিশ লিগের মধ্যে চারবার শ্রেষ্ঠত্বের ছোঁয়া পেয়েছিল বার্সা। ২০১৪ থেকে ধারাবাহিকভাবে চারবার জিতেছিল স্প্যানিশ কাপ কোপা ডেল রে।

ছ’বছরের ইতিহাসে উরুগুয়ের এই তারকা ফুটবলার নিজেকে উজাড় করে দিয়েছেন ক্যাম্প ন্যু-তে। বার্সেলোনার ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা হিসাবে ক্লাবের জন্য সংগ্রহ করেছেন ১৯৮ গোল। খেলেছেন ২৮৩টি ম্যাচ। ২০১৮ সালে হাঁটুতে চোট পাওয়ার পরেও বার্সেলোনা থেকে লম্বা ছুটি নেননি সেইভাবে সুয়ারেজ। 

শেষ অবধি এভাবেই তাঁর প্রতিদান দেবে ক্লাব, তা যেন বিশ্বাস করতে পারছেন না অনেকেই। কাকেই বা তাঁর পরিবর্ত হিসাবে ভাবছেন কোচ কোয়েম্যান, তাও ধোঁয়াশায়। তরুণদের নিয়ে দল গড়ায় কোয়েম্যানের উৎসাহী মনোভাবের পাশাপাশিই উঠে আসছে বিতর্কের অন্যদিকও। মেসির সঙ্গে ক্লাবের সম্পর্কের অবনতির কোপ পড়লি তাঁর ওপরেই? মেসির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় আগেই কি তাই সতর্ক করে দেওয়া হয়েছিল তাঁকে এবং ভিদালকে? উঠে আসছে সেই চর্চাও। বিগত কয়েক মাস ধরেই ফর্ম ভালো যাচ্ছে না বার্সেলোনার। চ্যাম্পিয়ন্স লিগে প্রতিফলিত হয়েছিল ক্লাবের খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়ার অভাব। অনেকটাই যেন মেসিনির্ভর হয়ে উঠেছিল বার্সা। সুয়ারেজের চলে যাওয়ায় সেই অভাবটা আরও প্রকট হওয়ার সম্ভাবনা মাথা চাড়া দিচ্ছে নতুন করে।

সুয়ারেজকে দলে পেতে এর আগেই ঝাঁপিয়েছিল জুভেন্তাস এবং পিএসজি। তবে ভাষার সমস্যার জন্যই ইতালি যাওয়া হয়ে ওঠেনি সুয়ারেজের। তবে বার্সেলোনার চুক্তি ভাঙার পরেই সুয়ারেজকে অফার দিয়েছে ছ’বছরের প্রতিপক্ষ অ্যাথলেটিকো মাদ্রিদ। সেখানেই কি যেতে চলেছেন সুয়ারেজ? এখনও তাঁর তরফ থেকে কোনো স্বীকারোক্তি না মিললেও, স্পেনের সংবাদমাধ্যমের একাংশের দাবি চলতি মরসুমে লাল-সাদা জার্সিতেই দেখা যেতে পারে সুয়ারেজকে...

আরও পড়ুন
চলতি মরসুমে থাকছেন বার্সাতেই, ঘোষণা মেসির

Powered by Froala Editor

Latest News See More