ভারতে গো-পূজার ‘রমরমা’ কতটা, সেটা নতুন করে আর বলার নিশ্চয়ই দরকার নেই। কিন্তু জাপানেও এমন একটা মন্দির রয়েছে, যেখানে বিড়ালকে পুজো করা হয়। শুধু পুজো নয়, সেখানকার ‘পুরোহিত’ও নাকি একটি বিড়াল!
জাপানের কিয়তো শহরে যদি কখনও যান, তাহলে গাইড এবং স্থানীয়দের মুখে অবশ্যই শুনবেন নিয়া নিয়া জি-এর নাম। যার আক্ষরিক অর্থ হল ‘মিউ মিউ মন্দির’। নামেই স্পষ্ট এই মন্দিরের বিশেষত্ব। এখানে পূজা পায় মার্জাররা। জাপানের চিত্রশিল্পী তরু কায়া প্রথম এই মন্দিরটি শুরু করেছিলেন। নিজের প্রিয় পোষ্যের স্মৃতিতে এটি শুরু করেছিলেন তিনি। তারপর থেকে, কিয়তোর অন্যতম টুরিস্ট ডেসটিনেশন হয়ে গেছে এই মিউ মিউ মন্দির।
মন্দিরের দেবতা যে শুধু বিড়াল, তাই নয়। সেখানকার প্রধান পুরোহিতও একটি বিড়াল! তাঁর নাম কোয়ুকি। এবং তাঁর সঙ্গে শিষ্যদের যথেষ্ট ভালো সম্পর্ক। কোয়ুকি ছাড়া আরও ছয়জন বিড়াল আছে পুরোহিত মণ্ডলীতে। বলতে গেলে, পশুপ্রেমী, বিশেষ করে বিড়ালপ্রেমীদের কাছে অত্যন্ত পছন্দের জায়গা এটি। এত সুন্দর পুরোহিত আর কোথাও পাবেন!