অন্ধ্রপ্রদেশ বা তেলেঙ্গানা পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য নয়। তবুও এ-রাজ্যে তেলেগু ভাষাভাষী মানুষের সংখ্যা নেহাৎ কম নয়। ২০১১ সালের জনগণনায় দেখা গিয়েছিল, পশ্চিমবঙ্গে ৮৮ হাজারের বেশি মানুষ তেলেগু ভাষায় কথা বলেন। তবে ভাষাগত বঞ্চনার ঘটনাও বিরল নয়। আর এর মধ্যেই সমস্ত তেলেগুভাষী মানুষের জন্য সুখবর নিয়ে এল পশ্চিমবঙ্গ সরকার। বড়োদিনের আগেই মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, তেলেগু ভাষাকেও এ-রাজ্যের সরকারি ভাষার স্বীকৃতি দেওয়া হবে।
মঙ্গলবার মুখ্যমন্ত্রী ঘোষণার পরেই খড়গপুর শহরে খুশির হাওয়া। মূলত এই রেলওয়ে শহরেই সবচেয়ে বেশি তেলেগুভাষী মানুষ থাকেন। সংখ্যাটা অন্তত ৩০ হাজার। পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তেলেগু দেশম পার্টির নেতৃত্বও। বিগত বেশ কয়েক বছর ধরে খড়গপুরের তেলেগুভাষী মানুষরা তেলেগুকে সরকারি ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য আন্দোলন করে আসছিলেন। সেই আন্দোলনের দাবি মাথায় রেখেই সরকার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
বাংলা, হিন্দি ও ইংরেজির পাশাপাশি নেপালি, গুরুমুখী এবং ওড়িয়া দীর্ঘদিন ধরেই পশ্চিমবঙ্গের সরকারি ভাষা হিসাবে স্বীকৃত। পরে এই তালিকায় যুক্ত হয়েছে সানতালি, কামতাপুরী সহ ১০টির বেশি ভাষা। এবার সেই তালিকাতেই জায়গা পেল তেলেগু ভাষাও। এর ফলে মাতৃভাষায় শিক্ষালাভ থেকে শুরু করে সরকারি চাকরিতেও সুবিধা পাবেন তেলেগু ভাষাভাষী মানুষ। অবশ্য সরকারের এই সিদ্ধান্ত আসন্ন নির্বাচনকে মাথায় রেখে কিনা, এমন প্রশ্নও তুলছেন অনেকে।
Powered by Froala Editor