অনেকেই গাড়ির মধ্যে শিশুকে রেখে এদিক-ওদিক যান। হয়তো বাজার করতে, কিংবা অন্য কোনো কাজে। কিন্তু বদ্ধ গাড়িতে সেই শিশুটির কেমন লাগতে পারে, ভেবেছেন কখনও? আমেরিকার একটি রিপোর্ট দেখলে চমকে উঠবেন আপনি। সে-দেশের ন্যাশনাল হাইওয়ে ট্র্যাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন-এর রিপোর্ট অনুযায়ী, ১৯৯৫ সাল থেকে এখন অব্দি ৮০৪ জন শিশুর মৃত্যু হয়েছে গাড়ির মধ্যে, বাবা-মায়ের অন্যমনস্কতার কারণে।
এত শিশুমৃত্যুর প্রধান কারণ হল রোদে তেতে যাওয়া গাড়ি। খটখটে রোদে গাড়ি পার্ক করলে, গাড়ির ভেতরের তাপমাত্রা ১৩০-১৪০ ডিগ্রি ফারেনহাইট অব্দি বেড়ে যায়। ওই তাপমাত্রায় কোনো শিশু ভেতরে থাকলে তার হিট স্ট্রোকে মৃত্যু হওয়াটা স্বাভাবিক।
এরই প্রতিকার খুঁজে বের করল ১২ বছরের এক কিশোর। টেক্সাসের বাসিন্দা বিশপ কারি আবিষ্কার করে একটি যন্ত্র, যা গাড়ির তাপমাত্রা বেড়ে গেলেই ঠান্ডা হাওয়া বের করবে যন্ত্রটি। একই সঙ্গে, অ্যালার্ম বাজিয়ে সতর্ক করবে গাড়ির মালিককেও। বিশপ যন্ত্রটির নাম দিয়েছে ‘ওয়েসিস ডিভাইস’। ইতিমধ্যেই যন্ত্রটি বাজারজাত করার জন্য কয়েকটি কম্পানির সঙ্গে আলোচনাও হয়েছে।
এই অকালমৃত্যু এড়ানোর জন্য এক কিশোরের এমন উদ্যোগ সত্যিই আশা দেখায়। ভবিষ্যতে এমনটি বাস্তবায়িত করা গেলে, কে বলতে পারে, এক দশক পর আমেরিকার রিপোর্ট অন্য কথা বলবে না!