সৌরজগতের মতোই নক্ষত্র ও গ্রহসমাবেশ; ২০০ আলোকবর্ষ দূরের সন্ধান দিল পড়ুয়ারা

মহাকাশের নানা আবিষ্কারের মধ্যে আমরা আসলে চিনতে চাই আমাদের সৌরজগত ও পৃথিবীকে। নানা নক্ষত্রজগতের নানারকম তথ্য থেকে জানতে চাই আমাদেরই ইতিহাস। তবে সৌরজগতের মতো নক্ষত্রজগত খুব বেশি নেই। সম্প্রতি তেমনই এক নক্ষত্রজগতের সন্ধান দিলেন আমেরিকার একদল পড়ুয়া। আর সেই দলে রয়েছে দুজন কিশোর-কিশোরীও।

‘দি অ্যাস্ট্রোনমিক্যাল জার্নাল’ পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে এই নক্ষত্রজগতে আছে একটি সুপার-আর্থ এবং তিনটি সাব-নেপচুন। সুপার-আর্থ, অর্থাৎ যে গ্রহের আয়তন পৃথিবীর ৮০ শতাংশ থেকে ২০০ শতাংশের মধ্যে। এক্ষেত্রে গ্রহটির ব্যাস পৃথিবীর ১.৬ গুণ। অন্যদিকে সাব-নেপচুন হল সেইসব গ্রহ যাদের আয়তন পৃথিবীর দ্বিগুণের বেশি কিন্তু নেপচুনের চেয়ে কম। এমআইটি-র স্টুডেন্ট রিসার্চ মনিটরিং প্রোগ্রামের অংশ এই গবেষণার নেতৃত্ব দিয়েছেন তানসু ডেলান। সঙ্গে অনেক গবেষকের মধ্যে ছিল ১৬ বছরের কার্তিক পিঙ্গল এবং ১৮ বছরের জাসমিন রাইট।

পৃথিবী থেকে মাত্র ২০০ আলোকবর্ষ দূরের এই নক্ষত্রজগতের নাম দেওয়া হয়েছে এইচডি-১০৮২৩৬। হাবল স্পেস টেলিস্কোপের পাঠানো তথ্য থেকেই এই নক্ষত্রজগত সম্পর্কে জানা গিয়েছে। দেখা গিয়েছে, নক্ষত্রটির আয়তন ও ঔজ্জ্বল্যও সূর্যের কাছাকাছি। তবে নক্ষত্র থেকে গ্রহগুলির দূরত্ব খুব বেশি নয়। প্রতিটি গ্রহের পরিক্রমণের সময় ২০ দিনের বেশি নয়। অবশ্য সৌরজগতের সৃষ্টিলগ্নেও তো গ্রহদের দূরত্ব এতটা বেশি ছিল না। আর সেই কারণেই এখান থেকে সৌরজগতের ইতিহাস সম্পর্কে নানা তথ্য জানা যাবে বলেই আশা করছেন গবেষকরা। তবে তার জন্য আরও গভীর পর্যবেক্ষণের প্রয়োজন।

Powered by Froala Editor

Latest News See More