ইচ্ছে থাকলে ফল পাওয়া যায় না? মিথ্যে! শুধু সৎ ইচ্ছে আর বিশুদ্ধ মানসিকতার জোরে একটি গোটা বাগান তৈরি করে ফেলেছেন এই মানুষটি। ৩৯ বছরে কর্পোরেট লাইফ ছেড়ে, ইউনিভার্সিটি অফ লন্ডনে মাস্টার্স ইন্ এনভায়রনমেন্ট অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট নিয়ে পড়া শুরু করেন মায়া গণেশ। ভারতে এসে, চেন্নাইয়ের অক্কিয়াম থরাইপক্কামের এপিএল গ্লোবাল স্কুলে তৈরি করে ফেললেন আস্ত একটি ভোজ্য বাগান।
মায়া গত ৩ বছরে গোটা স্কুল ক্যাম্পাসে বিভিন্ন ফল, ফুল, সবজি, শাক, পাতা, গুল্ম, ঔষধি গাছ, পাখি, পোকা, কেঁচো নিয়ে গড়ে তুলেছেন এই বাগান। সাধারণত এমনই বীজ লাগানো হয়, যা গোটা বছর ধরে ফল দেয়। উৎপাদিত ফলমূল-সবজি বিক্রি না করে নিজেদের স্কুলের মধ্যেই বিতরণ করে দেন মায়া।
একবার ভাবুন তো, সব স্কুলেই যদি এমন ব্যবস্থা করা সম্ভব হত, পড়াশুনার সঙ্গে সঙ্গে ছেলেমেয়েরা কি পরিবেশ নিয়ে অন্যরকম শিক্ষাও পেত না?