পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ কী? এই প্রশ্নের উত্তরে সবাই নিশ্চই একবাক্যে বলবেন, মাউন্ট এভারেস্ট! এ-কথা আর কে না জানেন! কিন্তু সত্যিই কি এভারেস্ট সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ? একটু গভীরে গিয়ে প্রশ্নটা আলোচনা করলে কিন্তু থমকে যেতে হয়। এভারেস্ট (Mt. Everest) সর্বোচ্চ (Tallest Peak) হতেও পারে, আবার নাও হতে পারে। পুরোটাই নির্ভর করছে, আমরা কোথা থেকে উচ্চতা মাপতে শুরু করছি তার উপর।
এবার ধরা যাক, মাউন্ট এভারেস্টের উচ্চতা ৮৮৪৮ মিটারের কিছু বেশি। আরও নিখুঁতভাবে বলতে গেলে, সমুদ্রপৃষ্ঠ থেকে মাউন্ট এভারেস্টের উচ্চতা ৮৮৪৮ মিটারের কিছু বেশি। বাকি পর্বতশৃঙ্গদের উচ্চতাও যখন মাপা হয়, তখন ওই সমুদ্রপৃষ্ঠ থেকেই মাপা হয়। কিন্তু সত্যিই কি সমস্ত পর্বতের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে মাপা উচিত? নাকি উচ্চতা মাপা উচিত একেবারে পর্বতের মূল থেকে? মাউন্ট এভারেস্টের ক্ষেত্রে এই দুই পরিমাপে তেমন কোনো পার্থক্য হবে না। কারণ ভঙ্গিল পর্বতের মূল মোটামুটি সমুদ্রপৃষ্ঠের সমান উচ্চতাতেই থাকে।
কিন্তু এখানে যদি আগ্নেয়গিরিগুলির প্রসঙ্গ আনা হয়, তাহলে কিন্তু বিষয়টা একেবারেও তেমন সহজ থাকে না। ধরা যাক, হাওয়াই দ্বীপের আগ্নেয়গিরি মাউনা কিয়ার কথাই। সমুদ্রতল থেকে মাপলে তার উচ্চতা মাত্র ৪২০৫ মিটার। মাউন্ট এভারেস্টের ধারেকাছেও যায় না এই উচ্চতা। কিন্তু যদি মাপা হয়, একেবারে পর্বতের মূল থেকে! মাউনা কিয়ার উচ্চতা তাহলে দাঁড়ায় ১০২১১ মিটার। অর্থাৎ এভারেস্টের চেয়ে প্রায় ২ কিলোমিটার বেশি। এই হিসাবে তাই পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউনা কিয়া।
তবে এভাবে পরিমাপ করায় বেশ খানিকটা অসুবিধা রয়েছে। সারা পৃথিবীতে সমুদ্রপৃষ্ঠকে মোটামুটি একটি সমান উচ্চতা হিসাবে মনে করা যেতে পারে। কিন্তু বিভিন্ন পর্বতের মূল বিভিন্ন গভীরতায়। সেখান থেকে পরিমাপ করা বেশ কঠিন। তাই অনেকে ইতিমধ্যে বলতে শুরু করেছেন, পরিমাপ যদি করতেই হয় তাহলে একেবারে পৃথিবীর কেন্দ্র থেকে উচ্চতা মাপা হোক। আর এভাবে মাপতে গেলে মাউন্ট এভারেস্ট বা মাউনা কিয়া, কোনোটাই সর্বোচ্চ শৃঙ্গের মর্যাদা পায় না। বরং সেই শিরোপা চলে যায় আন্দিজ পর্বতের মাউন্ট কিমবোরাজোর মাথায়। এমনিতে আন্দিজ পর্বতের সর্বোচ্চ শৃঙ্গও নয় মাউন্ট কিমবোরাজো। পৃথিবীর সর্বোচ্চ ৩০টি শৃঙ্গের তালিকাতেও তার নাম আসে না। অথচ পৃথিবীর কেন্দ্র থেকে তার শীর্ষের দূরত্বই সর্বাধিক। আর তার কারণ নীরক্ষরেখার কাছাকাছি অবস্থান। পৃথিবীর আহ্নিক গতির কারণেই নীরক্ষরেখার আশেপাশে পৃথিবীর ব্যাসার্ধ সবচেয়ে বেশি। আর এক্ষেত্রে সেটাই অন্যতম কারণ।
আরও পড়ুন
এশিয়ার প্রথম দৃষ্টিহীন এভারেস্টজয়ী
অতি সামান্য প্রশ্নের উত্তরও তাই রীতিমতো জটিল। তবে এখনও পর্যন্ত সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা মাপার পদ্ধতিই মান্য পদ্ধতি। তাই মাউন্ট এভারেস্টই যে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ, এটাই এখনও পর্যন্ত সঠিক উত্তর।
আরও পড়ুন
দ্রুততম মহিলা পর্বতারোহী হিসেবে এভারেস্ট জয় চিনের শিক্ষিকার
Powered by Froala Editor
আরও পড়ুন
এভারেস্টে অক্সিজেন সিলিন্ডার ফেলে না-আসার নির্দেশ পর্বতারোহীদের