মহাকাশে পাঠানো হবে ব্যোম মিত্র-কে, ঘোষণা ইসরোর

‘হাই, আমি ব্যোম মিত্র’। এই বলেই নিজের পরিচয় দিয়েছেন ইনি। সম্প্রতি ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো ঘোষণা করেছে, গগনযান নিয়ে তারা অনেকটাই কাজ এগিয়েছে। সেখানেই অন্যতম অংশ হিসেবে আছেন এই ব্যোম মিত্র নামের ‘ভদ্রমহিলা’। তবে তফাৎ একটাই। ইনি কোনো রক্তমাংসের মানুষ নন। ব্যোম মিত্র একটি রোবট। আরও ভাল করে বললে, হিউম্যানয়েড। আর এই রোবটই মহাকাশে যাবে বলে ঘোষণা করেছে ইসরো।

২০১৯-এ গগনযান প্রোজেক্ট লঞ্চ করে ইসরো। এই মিশনে প্রথমবার মহাকাশে মানুষ পাঠাবে ভারত। মহাকাশচারীদের চূড়ান্ত দল ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে। তাঁদের সঙ্গে যোগ দিয়েছে হিউম্যানয়েড ব্যোম মিত্রও। মানুষের আগে একেই মহাকাশে পাঠানো হবে বলে জানিয়েছে ইসরো।

সম্প্রতি ওর ফার্স্ট লুক এবং ভিডিও রিলিজ করেছে সংস্থাটি। মানুষের সব কাজই করতে পারবে ব্যোম মিত্র। কথাও বলতে পারবে। কিন্তু এই রোবটের কোনো পা নেই। ২০২০-এর শেষের দিকেই ব্যোম মিত্রকে মহাকাশে পাঠানো হবে বলে জানান ইসরোর চেয়ারম্যান কে শিবন। রকেটটি আবার যাতে ফিরেও আসে, সেটাও পরীক্ষা করে দেখা হবে।

Latest News See More