ভাঙা হল রবীন্দ্রনাথের বাড়ির প্রাচীর, বিক্ষুব্ধ পুরীর সাধারণ মানুষ

বাঙালির পায়ের তলায় সরষে। আর ঘুরতে যাওয়ার কথা বললেই প্রথম সারিতে নাম আসে পুরীর। কিন্তু সেই মন্দির-শহরেই যে আছে কবিগুরুর এক শতাব্দীপ্রাচীন বাড়ি, সেকথা হয়তো অনেকেই জানেন না। হ্যাঁ, অনেক বাঙালির মতোই রবীন্দ্রনাথেরও প্রিয় ছিল এই পুরী শহর। সেখানেই তৈরি করেছিলেন ‘পথেরপুরী’ নামে একটি বাড়ি। আর সম্প্রতি এই বাড়ির প্রাচীরই ভেঙে ফেলা হয়েছে রাস্তা সম্প্রসারণের অজুহাতে। নোবেলজয়ী সাহিত্যিকের স্মৃতি বিজরিত এই বাড়ির অংশ ভেঙে ফেলায় ক্ষুব্ধ এলাকাবাসীরাও।

জানা গিয়েছে ১৯৪৫ সাল থেকেই পুরীর সামন্ত চন্দ্রশেখর কলেজের তত্ত্বাবধানে ছিল এই বসতবাড়িটি। ছাত্রাবাস হিসাবেই ব্যবহৃত হত বাড়িটি। তবে কয়েক বছর হল রক্ষণাবেক্ষণের জন্য এই বাড়িটি খালি পড়ে আছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ হোস্টেল সরিয়ে নেওয়ার পর আর রক্ষণাবেক্ষণের কাজ কিছুই এগোয়নি। বরং ক্রমশ অযত্নে ভেঙে পড়তে চলেছিল বাড়িটি। সন্ধের দিকে নেশার আড্ডাও বসত এখানেই।

এর মধ্যে পাঁচিল ভেঙে ফেলার বিষয়টি নিয়ে কলেজ কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসন একে অপরের উপর দায় চাপাচ্ছেন। কিন্তু এভাবে কোনো সূত্র না বেরোলে আদালতে যাবেন বলেও জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ওড়িশার উকিলরাও এগিয়ে এসেছেন সাধারণ মানুষের কাছেই।

গতবছর ফণীর প্রকোপে পথেরপুরীর যথেষ্ট ক্ষতি হয়। কিন্তু তার পরেও কেউ বাড়ির পরিচর্যার দায়িত্ব নেননি। এসসিএস কলেজের প্রিন্সিপাল সুজাতা সামন্ত বলেছেন, জেলা প্রশাসন প্রাচীর ভেঙেছে। এতে তাঁদের কিছু করার নেই। অন্যদিকে পুরীর সাব-কালেক্টর ভাবা তরণ বলেছেন, তাঁরা রাস্তা সম্প্রসারণের জন্য প্রাচীর ভেঙেছেন। সেটা এমনিতেও ভেঙেই পড়েছিল। কিন্তু বাড়ির পরিসরের কোনো জায়গাই দখল করা হয়নি। অতএব কলেজ কর্তৃপক্ষ চাইলে আবার সেই প্রাচীর গড়ে তুলতে পারেন। 

আরও পড়ুন
নৈনিতালে রবীন্দ্রনাথের বাংলোয় তৈরি হবে বিশ্বভারতীর প্রথম স্যাটেলাইট ক্যাম্পাস

তবে শতাব্দীপ্রাচীন ঐতিহ্যের সাক্ষী এই বাড়ির ব্যাপারে এমন দায়িত্বজ্ঞানহীন আচরণ সত্যিই অবাক করে। আর সেই বাড়ি যখন স্বয়ং রবীন্দ্রনাথের বাসগৃহ, তখন আরও বিচিত্র লাগে। ইতিহাসের সঙ্গে মানুষের সম্পর্ক কি এতটাই ক্ষীণ হয়ে আসছে?

আরও পড়ুন
ভগ্নপ্রায় দশায় রবীন্দ্রনাথের কাছারিবাড়ির একাংশ, দিনবদলের প্রতীক্ষা শাহাজাদপুরে

Powered by Froala Editor

আরও পড়ুন
রবীন্দ্রনাথের নামে রাস্তা সুদূর ইজরায়েলে, বিশ্বকবির জন্মদিনে শ্রদ্ধাজ্ঞাপন ইজরায়েলের

Latest News See More