বাগান কি শুধু সুস্থ সবল ব্যক্তিরাই করতে পারেন? আর যারা শারীরিকভাবে দুর্বল, হাঁটতে পারেন না, তাঁরা? এই ভাবনাই এসেছিল টেরি গেরেটের মাথায়। আর সেই ভাবনা থেকেই তৈরি করলেন টেবিলটপ বাগান। হুইলচেয়ারেই যাঁদের জীবন কাটে, তাঁদের কথা মাথায় রেখেই এই বাগানের পরিকল্পনা করেন টেরি, যার নিজেরও হুইলচেয়ারই সম্বল।
প্রথম থেকেই এই ভাবনা অবশ্য তাঁর মাথায় আসেনি। তাঁদের নিজস্ব বাগান দেখভাল করত তাঁর ভাই। কিন্তু শরীর সবসময় সাহায্য করে না মানুষের। একসময় তিনি অসুস্থ হয়ে পড়লেন; দেখা দিল ফুসফুসের কঠিন রোগ। সেই থেকে বাগান পরিচর্যার ইতি। আর তখন থেকেই টেরি গেরেটের মাথায় ঘোরাফেরা করতে থাকে টেবিলটপ বাগানের চিন্তা। যারা তাঁর মতো উইলচেয়ারেই কাটায় সারাক্ষণ, তাঁরাও যে ইচ্ছা করলে বাগান করতে পারে, গাছের পরিচর্যা করতে পারে, সেই ভাবনাই তাঁকে এগিয়ে নিয়ে যায় প্রতিনিয়ত। টেবিলের মতো একটা উঁচু প্ল্যাটফর্মের ওপর বাগান তৈরি করার আইডিয়া টেরিই প্রথম জানান। আজ এই টেবিলটপ বাগান আরও নানা জায়গায় ছড়িয়ে পড়ছে। ‘হর্টিকালচার হিরো’-এর এই প্রচেষ্টা উৎসাহিত করেছে আরও বহু মানুষকে।