বাতিল হওয়ার পথে এ-বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ, চূড়ান্ত শীলমোহর কাল

এক্সিকিউটিভ বৈঠকে প্রাথমিকভাবে ঠিক হল আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২০-র ভাগ্য। করোনা ভাইরাসের মহামারীর আবহে দু’বছর পিছিয়ে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই সিদ্ধান্তই চূড়ান্ত হতে চলেছে বলেই দাবি এক সংবাদমাধ্যমের।


এই বছর অক্টোবর-নভেম্বরে হওয়ার কথা ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু আয়োজক দেশ হিসাবে এই মুহূর্তে বাইরের দেশ থেকে খেলোয়াড় এবং অন্যান্য সাপোর্টিং স্টাফদের ঢুকতে দিতে রাজি নয় অস্ট্রেলিয়া। সংক্রমণের আবহে এই সিদ্ধান্তই স্বাভাবিক। অন্যদিকে ২০২১-এ ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেক্ষেত্রে এ-বছরের টুর্নামেন্ট এক বছর পিছিয়ে গেলে ২০২১-এ ছ’মাসের ব্যবধানে দুটি আন্তর্জাতিক টুর্নামেন্ট হয়ে যেত। তাই নতুন সময় হিসেবে ২০২২-কেই বেছে নেওয়া হয়েছে। এই পরিকল্পনায় আপত্তি নেই বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়েরও। তাই সব মিলিয়ে এই সিদ্ধান্তেই শিলমোহর পড়তে চলেছে আগামীকালের চূড়ান্ত বৈঠকে।


অন্যদিকে অক্টোবর-নভেম্বর থেকে বিশ্বকাপ সরে যাওয়ায় আইপিএলের রাস্তা অনেকটাই পরিষ্কার হয়ে গেল। করোনার জেরে বার বার সূচি বানিয়েও ভেস্তে গেছে টুর্নামেন্টের পরিকল্পনা। অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপ না হলে, ওই সময়ে আয়োজিত হতে পারে আইপিএল। অবশ্য দেশের সংক্রমণের অবস্থা স্থিতিশীল হলে তবেই আয়োজিত হবে এই টুর্নামেন্ট। এখন আইসিসির ঘোষণার দিকেই তাকিয়ে আছে বিসিসিআই। এই সিদ্ধান্তের ওপরে নির্ভর করে জুলাই মাসেই প্রকাশ্যে আসতে পারে নতুন ফর্ম্যাটে আইপিএলের সূচি।

Powered by Froala Editor