প্রাণীহত্যা আর নয়, এবার থেকে স্কুলে শেখানো হবে সিন্থেটিক ব্যাঙের ব্যবচ্ছেদ

ছোটবেলায় যারা বিজ্ঞানের ছাত্রছাত্রী ছিলেন, তাঁদের অনেকেই জীববিদ্যার ক্লাসে ল্যাবরেটরিতে ব্যাঙের ব্যবচ্ছেদ করেছেন। পরে অবশ্য কতজন তাতে উৎসাহ পেয়েছিলেন সে তথ্য অজানা! পরবর্তীকালে প্রাণীহত্যা করে এ-ধরণের পরীক্ষানিরীক্ষা বন্ধ করতে তৎপর হয়েছে বহু বিদ্যালয়ই। কিন্তু কৃত্রিম বা সিন্থেটিক ব্যাঙকে ল্যাবে ব্যবচ্ছেদ করে চিহ্নিত করার ঘটনা এই প্রথম। সম্প্রতি ইউএস স্টেট অফ ফ্লোরিডার একটি স্কুলে মৃত ব্যাঙের পরিবর্তে ব্যবহার করা হল সিন্থেটিক ব্যাঙ।

অনান্য প্রজাতির মত ক্রমশ কমে আসছে পৃথিবীতে ব্যাঙের সংখ্যা। কিন্তু বিদ্যালয়গুলিতে অনেকদিন ধরেই ব্যাঙের ব্যবচ্ছেদ করে তাকে নিয়ে পড়াশোনা করত ছাত্রছাত্রীরা। কিন্তু অবিকল একই রকম ভাবে বানানো কৃত্রিম ব্যাঙকেই এবার ব্যবচ্ছেদ কার্যে ব্যবহার করা হবে বলে জানিয়েছেন জে ডাব্লিউ মিচেল হাইস্কুল কর্তৃপক্ষ।

পড়ুয়াদের মধ্যে অনেকেই মরা ব্যাঙকে ধরতে ঘেন্না পেত, কিন্তু এমন অভিনব ব্যবস্থার পর তাদের মধ্যে আর সেই ঘেন্না থাকবে না, জানিয়েছেন স্কুলের প্রিন্সিপাল। তাই এখন থেকে শুধুমাত্র পরীক্ষার কারণে জ্যান্ত ব্যাঙকে মেরে ল্যাবরেটরিতে নিয়ে আসা হবে না। যে-কোনো গবেষণায় ছাত্ররা ব্যবহার করবে সিন্থেটিক ব্যাঙ।

Latest News See More