নতুন প্রজন্ম খুবই আধুনিক। প্রায় সব ক্ষেত্রেই সব রকম সমস্যাকেই যুক্তি দিয়ে ভাবতে ভালোবাসে তারা, কিন্তু ধর্মের সঙ্গে জড়িত অনেক ব্যাপারেই এখনও সংবেদনশীল। সুইডেনের মানুষজন সেটিকে ভুল প্রমাণ করে দিয়ে শুরু করেছেন প্রত্যেকটি অনুষ্ঠান।
মৃত্যু প্রতিটি পরিবারের কাছেই খুব কষ্টের। প্রায় সব পরিবারই নিজেদের ধর্ম অনুযায়ী এক সুখী পরকালের কামনা করে অনুষ্ঠান করে। কিন্তু সাম্প্রতিক সময়ে সুইডেনবাসীদের মধ্যে নতুন এক প্রথা দেখা গেছে। কোনো অনুষ্ঠান ছাড়াই, মৃতদেহ হাসপাতাল থেকে সোজা সমাধিক্ষেত্রে নিয়ে গিয়ে সমাধি দেওয়া হচ্ছে। তাঁরা এই বিশ্বাসেই বাঁচতে চান যে, মানুষের জীবন তাঁর মৃত্যুর সঙ্গেই শেষ হয়। পরকালে সুখে বাঁচার জন্য আলাদা করে অনুষ্ঠানে বিশ্বাসী নন তাঁরা।
ধর্মনিরপেক্ষ দেশগুলির মধ্যে অন্যতম সুইডেন ব্যক্তিস্বাতন্ত্র্যকেই প্রাধান্য দিতে শুরু করেছে। স্নাতক হওয়ার সাফল্যে তাঁরা অনুষ্ঠান ও উৎসব পালন করছেন। ছোট্ট বাচ্চাদের ক্রিশ্চান মতে ব্যাপটিজমের বদলে, আলাদা করে অধার্মিক নামকরণের হার বেড়ে গেছে অনেক। একটি সমীক্ষা অনুযায়ী, এই নতুন প্রথাগুলি প্রকাশ্যে করার চেয়ে ব্যক্তিগত ভাবে পালন করতে বেশি স্বচ্ছন্দ নতুন প্রজন্ম।