জ্বলছে বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়, বিধ্বংসী আগুনে ছারখার বনভূমি

বিগত কয়েকমাসে সারা পৃথিবী সাক্ষী থেকেছে বিধ্বংসী অগ্নিকাণ্ডের। আমাজনে আগুন জ্বলেছে কয়েক মাস ধরে। বিপন্ন হয়েছে কয়েকশো প্রজাতির গাছ। মারা গেছে লক্ষ লক্ষ বন্যপ্রাণী। তাছাড়াও অস্ট্রেলিয়া, চিন এবং আরও অনেক জায়গাতেই দাবানলে শেষ হয়ে গেছে বনভূমি। কিছুদিন আগেই জলদাপাড়াও শিকার হয়েছে অগ্নিকাণ্ডের। ছাই হয়ে গিয়েছিল ৭৫ একরের ঘাসজমি। এই সব ঘটনার কারণ খুঁজতে গিয়ে বার বার মানুষের দিকেই আঙুল উঠেছে। এবার আরও একটি ছবি চমকে দিল সকলকে। ছবিটি এই বাংলারই। বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ের…

দাউ দাউ করে জ্বলছে বাঁকুড়ার শুশুনিয়া। এমন ছবি নিশ্চুপ করে দিয়েছে সবাইকে। দূর থেকে দেখা যাচ্ছে পাহাড়ের মাথায় আগুনের শিখা। পুড়ে যাচ্ছে অজস্র গাছ। চারিদিকে ভীত, সন্ত্রস্ত বন্যপ্রাণীদের আর্তনাদ। কিন্তু কীভাবে লাগল এই আগুন?

শোনা যায়, প্রত্যেকবছরই ছোটখাটো অগ্নিকাণ্ডের সাক্ষী থাকে শুশুনিয়া। অনুমান করা হচ্ছে, শুকনো পাতা থেকেই আগুন ধরেছিল প্রথমে। তারপর গাছের পর গাছ ছড়িয়ে পড়ে সেই আগুন। সূত্রের খবর, গত তিনদিন ধরেই জ্বলছিল শুশুনিয়া। গতকাল ভয়ংকর চেহারা ধারণ করে তা। দমকলকে খবর দেওয়া হয় বিকেলেই। নিয়ন্ত্রণে আসে অগ্নিকাণ্ড। কিন্তু সন্ধেবেলায় আবারও জ্বলে ওঠে পাহাড়। বাতাসে আগুনের ফুলকি। রাতেও জ্বলছে শুশুনিয়া। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ছবিও।

ঘটনায় গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশঙ্কা, গ্রামের খড়ের কুঁড়েঘর এবং গোলায় ফুলকি পড়ে ছড়িয়ে যেতে পারে আগুন। সঙ্গে শেয়াল, বুনো শূকর, খরগোশসহ অনেক বন্যপ্রাণী। আগুন কখন নিয়ন্ত্রণে আসবে, তা জানা নেই। প্রার্থনা ছাড়া আর কোনো বিকল্পও নেই এলাকাবাসীর কাছে।

More From Author See More