মারা গেছেন দুদিন আগেই, ছবিতে ভেসে উঠল সৈনিকের ‘অশরীরী’ মুখ

একটা ছবি। সার বেঁধে দাঁড়িয়ে আছেন কয়েকজন সৈনিক। ছবিটা হাতে আসার পর চোখ কুঁচকে গেল অনেকের। কয়েকজনের তো রীতিমতো ভিরমি খাওয়ার পরিস্থিতি! কিন্তু ঘটেছিল কী? ছবিটির একদম পেছনের সারিতে দাঁড়িয়ে থাকা একজনের পেছনে মুখ বাড়িয়ে আছেন আরও একজন। কেবল মুখটাই দেখা যাচ্ছে। আর সেটা দেখেই ভিরমি খেলেন বাকিরা। ওই ব্যক্তি তো এই ছবি তোলার ঠিক দুদিন আগেই মারা গেলেন! তাহলে এই ছবিতে কেমন করে এলেন তিনি?

পৃথিবীতে এরকম কতই ভৌতিক ছবি ছড়িয়ে রয়েছে। আর এইসব নিয়ে যারা ঘাঁটাঘাঁটি করেন, তাঁরা নিশ্চয়ই পরিচিত ওপরের ঘটনাটির সঙ্গে। ছবিটি প্রথম প্রকাশ করেন অবসরপ্রাপ্ত আরএএফ অফিসার স্যার ভিক্টর গোদার্দ। ১৯১৯ সালে তোলা হয়েছিল এই ছবিটি। প্রথম বিশ্বযুদ্ধের সময় গোদার্দের এয়ার স্কোয়াড্রনের সদস্য সেনাদের নিয়ে তোলা হয়েছিল এই ছবিটি।

তবে সবাই উপস্থিত ছিল না ছবিতে। বেশ কয়েকজন মারা গিয়েছিলেন আগে আগে। যার মধ্যে ছিলেন ফ্রেডি জ্যাকসন। গোদার্দের স্কোয়াড্রনেই এয়ার মেকানিক ছিলেন তিনি। এই ছবি তোলার মাত্র দুদিন আগেই একটি দুর্ঘটনায় মারা যান তিনি। যেদিন ছবি তোলা হয়, সেদিনই তাঁর শেষকৃত্য করা হয়। কিন্তু, সত্যিই কি তিনি ‘উপস্থিত’ ছিলেন না ছবিতে?

এই প্রশ্নটা আগে মাথায় আসেনি তাঁর সহকর্মীদেরও। কিন্তু ছবিটা যখন হাতে এল, তখন সবারই চক্ষু চড়কগাছ। ছবিটায় পেছনের সারিতে একজনের পেছনে ভেসে উঠেছে ফ্রেডির মুখ! আবছা ভাবে! এটা কি করে সম্ভব? সে সময় তো ফটোশপও ছিল না। তাহলে?

এই প্রশ্নের উত্তর এখনও খুঁজে পাওয়া যায়নি। যেরকম পাওয়া যায়নি আরও অনেক ঘটনার ক্ষেত্রে। কিন্তু কেনই বা হল এমন ছবি, হয়তো একদিন আমরা জানতে পারব এর উত্তর।

Latest News See More