সুশান্তের ভাবনাচিন্তা একত্রিত করতে নতুন ওয়েবসাইট, অভিনব শ্রদ্ধাঞ্জলি অনুরাগীদের

সুশান্ত সিং রাজপুত আর নেই। তবে অন্য এক জগতে চলে যাওয়ার আগে তিনি রেখে গেলেন তাঁর ব্যতিক্রমী হাজারো চিন্তাভাবনা। সেই চিন্তাভাবনাগুলোই যাতে হারিয়ে না যায়, তার উদ্যোগ নিলেন ‘টিম সুশান্ত’-এর সদস্যরা। প্রয়াত অভিনেতার ইচ্ছেগুলো একত্রিত করে ওয়েবসাইট তৈরির উদ্যোগ নিলেন তাঁরা। তৈরি হল selfmusing.com।

সুশান্ত সিং রাজপুতের অভিনয়ের ভক্ত ছড়িয়ে রয়েছে সারা দেশে। এমনকি দেশের বাইরেও। তবে অভিনয়ের পাশাপাশিই তিনি একজন বহুমুখী প্রতিভা ছিলেন সে ব্যাপারে সন্দেহ নেই কোনো। মহাকাশ কিংবা পদার্থবিদ্যায় তাঁর আগ্রহ বা জ্ঞান তুলনাতীত। পাশাপাশি গিটার বাজাতেন। গল্প-কবিতা এবং বহু বৈষইয়িক বই পড়ার নেশাও ছিল তাঁর। মাঝে মাঝেই রুকস্যাক গুছিয়ে বেরিয়ে পড়তেন বিদেশভ্রমণে। চেয়েছিলেন পড়াতেও। কখনো তাঁকে মহিলাদের শেখাতে দেখা গেছে আত্মরক্ষার কৌশল। শেষের বেশ কিছুদিন অবসাদের শিকার হলেও ব্যক্তিগত জীবনেও প্রাণোচ্ছল, হাসি-খুশি, পজিটিভ একজন মানুষ ছিলেন সুশান্ত। নিজের পৃথক ভাবনা, দর্শন, আদর্শ ছিল তাঁর। যার রন্ধ্রে রন্ধ্রে আবর্তমান রহস্যের মায়াবৃত্ত। অভিনেতার পাশাপাশি এই ব্যতিক্রমী সুশান্তকেই চিনুক তাঁর ভক্ত-অনুরাগীরা— এটুকুই উদ্দেশ্য ‘টিম সুশান্তের’।

সুশান্ত সিং রাজপুত মারা গেলেও মৃত্যু হয়নি তাঁর। প্রতি অনুরাগীর মধ্যেই প্রবলভাবে বেঁচে আছেন তিনি। থাকবেন-ও। ভক্তদের জন্যই তাঁর রেখে যাওয়া আত্মচিন্তন, পজিটিভিটি, শিক্ষার লিপিবদ্ধকরণ করা হবে এই ওয়েবসাইটে। সুশান্ত যে বইয়ের কথা ভেবেছিলেন, সেই বইয়ের কাজও যথাসম্ভব গুছিয়ে দেওয়া হবে ওয়েবসাইটে। যা অনুপ্রেরণা জোগাবে হাজার হাজার তরুণ-তরুণীকে। সম্প্রতি সুশান্ত সিং রাজপুতের ফেসবুক পেজে এই তথ্য প্রকাশ করেন ‘টিম সুশান্ত’-এর সদস্যরা। তাঁর প্রতি এ এক অভিনব শ্রদ্ধাঞ্জলি...

Powered by Froala Editor

আরও পড়ুন
অভিনেতা! পদার্থবিজ্ঞানী নন? সুশান্তের পেশা শুনে অবাক হয়েছিলেন কেমব্রিজের গবেষক

Latest News See More