দেশের ২২টি সরকারি ভাষাতেই প্রকাশিত করতে হবে সরকারি বিজ্ঞপ্তি, জানাল সুপ্রিমকোর্ট

ভারত সরকারের অধিকাংশ সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত হয় কেবলমাত্র হিন্দি এবং ইংরাজি ভাষায়। এই ঘটনার বিরুদ্ধেই এবার প্রশ্ন তুলল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে ১৯৬৩-র সরকারি ভাষা আইনে বদল আনার জন্য নির্দেশ দিয়েছে।

১৯৬৩-র এই আইন স্পষ্টত উল্লেখ করে, কেবলমাত্র হিন্দি এবং ইংরাজিতেই প্রকাশিত হবে সরকারি বিজ্ঞপ্তি। আর এই আইন ঘিরেই তৈরি হয়েছিল দোলাচল। ভারতে ২২টি সরকারি ভাষা থাকার পরেও কেন এমন পক্ষপাতিত্ব, সেই বিষয়েই চলছিল জল্পনা। ভারতের প্রধান বিচারপতি এস.এ. বোবদে এদিন সিদ্ধান্ত নেন, ১৯৬৩-র আইনে বদল করার সময় এসেছে এবার। সুপ্রিম কোর্টেও বিচারপদ্ধতির সময় বিভিন্ন ভাষান্তরের জন্য ব্যবহৃত হয় অনুবাদক। সেখানে সারা দেশের মানুষের জন্য বিজ্ঞপ্তির ক্ষেত্রেও এমনই পন্থা নেওয়া উচিত।

‘এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট’-এর বিজ্ঞপ্তি ঘিরেই সূত্রপাত হয়েছিল এই বিতর্কের। কেবলমাত্র হিন্দি ও ইংরাজিতে এই বিজ্ঞপ্তি প্রকাশ করায় পরিবেশবিদ বিক্রম টোঙ্গার সমস্ত ভাষায় এই বিজ্ঞপ্তি প্রকাশের আবেদন করেছিলেন কোর্টে। এই পিটিশনে সাক্ষর করেছিলেন দেশে বহু পরিবেশবিদ এবং সক্রিয় আন্দোলনকর্মীরা। বিক্রম টোঙ্গা অভিযোগ করেছিলেন ইচ্ছাকৃতভাবে কেন্দ্রসরকার কেবলমাত্র দুটি ভাষাতেই প্রকাশ করেছে এই বিজ্ঞপ্তি। সেই মামলাই দিল্লি হাইকোর্ট ঘুরে পৌঁছায় দেশের সর্বোচ্চ আলাদতে। 

প্রসঙ্গত দিল্লি হাইকোর্টও একই সিদ্ধান্তগ্রহণ করেছিল। আদেশ দিয়েছিল ২২টি ভাষাতেই এই বিজ্ঞপ্তি প্রকাশের। তবে কেন্দ্রসরকার উচ্চ আদালতে আবেদন করেছিল। সেখানেও খারিজ হয়ে যায় সরকারি আবেদন। এর আগে গত ৫ আগস্ট কর্ণাটক হাইকোর্টও পরিবেশমন্ত্রীর এই  বিজ্ঞপ্তি কন্নড় ভাষায় প্রকাশ না করার জন্য প্রশ্ন তুলেছিল। বাতিল করেছিল বিজ্ঞপ্তিপ্রকাশ। বোবদে এদিন সাফ জানিয়ে দেন, মহারাষ্ট্র কিংবা তামিলনাড়ু বা কর্ণাটকের অধিকাংশ মানুষই হিন্দি বোঝেন না। ফলে কেবলমাত্র হিন্দি এবং ইংরাজিতে এই বিজ্ঞপ্তি প্রকাশ একপ্রকার অর্থহীন। দেশের সমস্ত ভাষাতেই কোনো সরকারি বিজ্ঞপ্তি ঘোষণা করা উচিত বলেই জানান বোবদে। তা সম্ভব না হলে অন্ততপক্ষে এই বিজ্ঞপ্তি সরকারি ২২টি ভাষায় অনুদিত করার নির্দেশ দেন তিনি...

আরও পড়ুন
হিন্দুদের পারিবারিক সম্পত্তির সমান অংশীদার মেয়েরাও, যুগান্তকারী রায় সুপ্রিম কোর্টের

Powered by Froala Editor