দেশের করোনা ভাইরাসের পরিস্থিতি ক্রমশ ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতর হতে চলেছে। মোট আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ২৬ হাজার। আর এই মুহূর্তে কোনো বড়ো জনসমাবেশ যে এই সংক্রমণকে ত্বরান্বিত করবে, তাতে আর সন্দেহ কী? তাই পুরীর রথযাত্রা বন্ধ রাকার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। তবে কেন্দ্র আবেদন করেছিল শতাব্দীপ্রাচীন এই উৎসব যেন বন্ধ না হয়। এবার সেই আবেদনেই অনুমতি দিল দেশের সর্বোচ্চ আদালত।
পুরীর জগন্নাথ মন্দিরের রীতি অনুযায়ী প্রচলিত আছে, একবছর জগন্নাথ দেবের রথযাত্রা না হলে বন্ধ থাকবে পরবর্তী ১২ বছর। ফলে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে বদলে যাবে চিরাচরিত আচারের আঙ্গিক। আস্থা হারাবেন কোটি কোটি ভারতীয়। এমনটাই মনে করেছিল কেন্দ্র। সেই অভিমতে সুর মিলিয়েছিল উড়িষ্যা সরকারও। পাশাপাশি ১২ বছর রথযাত্রা বন্ধ থাকলে, করোনা আবহ থেকে সুস্থতার পরেও পর্যটন শিল্পে বড়োসড়ো ক্ষতির সম্মুখীন হতে হত আগামী বছরগুলিতেও। সোমবার কেন্দ্রের সেই আবেদনকে শর্তসাপেক্ষে সবুজ সংকেত দিল সুপ্রিম কোর্ট।
তবে এবছর রথযাত্রা উৎসব হলেও, থাকছে না অন্য বছরগুলির মত উপচে পড়া ভিড়। কেবলমাত্র কোভিড-১৯ টেস্ট নেগেটিভ এসেছে এমন ভক্ত এবং মন্দিরের কর্মীরাই কেবল অংশ নিতে পারবেন এই উৎসবে, তা স্পষ্ট করে দিল সর্বোচ্চ আদালত। জানাল, কোনোভাবেই আপোষ করা যাবে না স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে। উপস্থিত সকলকেই মেনে চলতে হবে রাজ্যের তৈরি করা স্বাস্থ্যবিধি। জন সমাবেশ নিয়ন্ত্রণে দরকার পড়লে রাজ্যে চালু হতে পারে কার্ফিউ।
সোমবার সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত বদলের পরই পুরীর জগন্নাথ দেবের মন্দিরে প্রস্তুতি শুরু হয়েছে রথযাত্রার। আগামী কাল ২৩ জুন থেকেই শুরু হবে ঐতিহ্যবাহী এই উৎসব। অন্যদিকে স্বস্তি ফিরে পেয়েছেন হাজার হাজার ভক্ত। সামনে থেকে দর্শন না পেলেও, সুপ্রিম কোর্টের অনুমতি তাঁদের করে দিল দূরদর্শন সম্প্রচারে সাক্ষাতের সুযোগ। করোনাভা ইরাসের মহামারীতে এই বন্দিদশায় তাই বা কম কী?
আরও পড়ুন
মোঘল সম্রাটের পর করোনা; এবারের মতো স্থগিত পুরীর রথযাত্রা, নির্দেশ কোর্টের
Powered by Froala Editor
আরও পড়ুন
ভক্তদের অনুপস্থিতিতেই হল পুরীর স্নানযাত্রা, বাতিল ইসকনের নগর পরিক্রমণ