করোনার জন্য হাসপাতালগুলিতে উপচে পড়ছে ভিড়। অন্যান্য রোগাক্রান্ত ব্যক্তিরা তো আছেনই, সেইসঙ্গে যুক্ত হয়েছে করোনার ভয়। কিন্তু পরীক্ষার ব্যবস্থাও তো সব জায়গায় নেই। তার ওপর বেসরকারি হাসপাতালে পরীক্ষার চার্জের ভয়ে অনেকেই যান না। কিন্তু এটা করলে আখেরে যে আমাদেরই ক্ষতি! এমন অবস্থায় এগিয়ে এল ভারতের সুপ্রিম কোর্ট। তাঁদের নির্দেশ অনুযায়ী, এবার বেসরকারি হাসপাতালে গরিব মানুষদের জন্য বিনামূল্যে করোনা পরীক্ষা করা হবে।
দেশের সর্বোচ্চ আদালতের দুই বিচারক জাস্টিস অশোক ভূষণ এবং রবীন্দ্র ভাটের বিশেষ অ্যাপেক্স কোর্ট বেঞ্চের তরফ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ঘোষণা করা হয়। এর আগেই আইসিএমআরের তরফ থেকে সলিসিটর জেনারেল তুষার মেহতা একটি এফিডেভিট পেশ করেন। সেখানে বক্তব্য ছিল, সমস্ত ভারতবাসীর জন্য করোনা পরীক্ষা বিনামূল্যে করা হোক। এই বিষয় বিবেচনা করে তবে এই রায় দিল সুপ্রিম কোর্ট। রায় অনুযায়ী, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা অর্থাৎ আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে যে সমস্ত দরিদ্র মানুষরা আছেন, তাঁদের জন্য সমস্ত বেসরকারি হাসপাতালে করোনা পরীক্ষা বিনামূল্যে করা হবে। যাঁদের সামর্থ্য আছে, তাঁরা নির্ধারিত মূল্য দিয়েই বেসরকারি হাসপাতালে পরীক্ষা করাবেন।
এই মুহূর্তে কেন্দ্র সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে প্রায় ১০.৭ কোটির মতো দরিদ্র মানুষ রয়েছেন। এরা সবাই এই নিয়মের আওতায় পড়বেন। দেশে ক্রমাগত বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। ১০ হাজারের দোরগোড়ায় পৌঁছে গেছে। এমন অবস্থায় সবাই যাতে সুরক্ষিত থাকে, সেই চেষ্টাই করছে সমস্ত মহল। দরিদ্র মানুষরাও যাতে বাদ না যান, সেই দিকেও খেয়াল রাখতে হবে। এই সমস্ত দিক চিন্তা করেই এমন কথা ঘোষণা করল দেশের সর্বোচ্চ আদালত।