আমাজনের বিধ্বংসী আগুন নেভাতে বিশ্বের বৃহত্তম জলের ট্যাংকার ওড়াচ্ছে বলিভিয়া

পৃথিবীর ফুসফুসের আগুন নেভাতে আনা হল বিশ্বের বৃহত্তম জলের ট্যাংকার। বলিভিয়া প্রেসিডেন্ট ইভো মোরেলস আগেই ঘোষণা করেছিলেন, আমাজনের ভয়ঙ্কর আগুন নেভাতে আনা হবে বোয়েং ৪৭ ‘সুপারট্যাংকার’। এটি আদতে একটি জলবাহী বিমান। ১ লক্ষ ১৫ হাজার লিটার জল নিয়ে উড়তে সক্ষম এই বিশেষ বিমান। এই বিমান প্রথমেই কোথায় জল নিয়ে উড়ান দেবে, আপাতত তা খতিয়ে দেখছে বলিভিয়ার যুদ্ধবিমানগুলি। আজ থেকেই জল নিয়ে অগ্নিদগ্ধ আমাজনের দিকে উড়ে যাবে বোয়েং ৪৭।

আরও পড়ুন
আমাজনকে পোড়াচ্ছি আমরাই

এই জলবাহী বিমান ছাড়াও হেলিকপ্টারও ব্যবহার করা হচ্ছে বিধ্বংসী আগুনকে নিয়ন্ত্রণে আনতে। আমাজনের এই ভয়াবহ দাবানলের সূত্রপাত ব্রাজিলের অরণ্য থেকে। পরিবেশবিদ ও বিজ্ঞানীরা বলছেন, এই আগুন মোটেই প্রাকৃতিক নয়। একসঙ্গে ন’হাজারটি জায়গায় আগুন লেগেছিল একসঙ্গে। যা অবিশ্বাস্য ও অসম্ভব। ব্রাজিলের অতি দক্ষিণপন্থী প্রেসিডেন্ট জাইর বোলসোনারোকে দায়ী করছেন অনেকেই। ক্ষমতায় আসার আগে থেকেই বোলসোনারোর ঘোষিত দাবি ছিল, আমাজনের জঙ্গল কেটে খনিজপদার্থ উত্তোলন করার। তাঁর জমানায় রোজই বিপুল হারে কাটা পড়ছে আমাজনের জঙ্গল। এই দাবানলের পিছনেও তাঁর হাত দেখছেন অনেকে। যদিও, বোলসোনারো নিজে এই দাবি উড়িয়ে দিয়ে বিভিন্ন এনজিও-র ষড়যন্ত্রকে দায়ী করেছেন। দোষারোপ-পাল্টা দোষারোপে তো আগুন নেভে না। সে রোজই গ্রাস করছে হাজার হাজার কিলোমিটার অরণ্য। ঝলসে যাচ্ছে হাজার হাজার পাখি, প্রাণী, জীববৈচিত্র।

বলিভিয়ার এই সুপারট্যাংকার কতখানি দ্রুত এই আগুন নিয়ন্ত্রণে আনতে পারবে, এখন সেইদিকেই তাকিয়ে বিশ্ববাসী।

ছবি ঋণ - fireaviation.com

Latest News See More