সুন্দরবন লাগোয়া এলাকায় তৈরি হবে তিনটি কারখানা

জীব বৈচিত্রের পাশাপাশি ম্যানগ্রোভ অঞ্চল প্রাকৃতিক সম্পদেও কম সমৃদ্ধ নয়। তাই বাংলাদেশের সুন্দরবন অঞ্চলের পাশে অবস্থিত মোংলা শিল্প অঞ্চলে এবার থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এল পি জি)  বোতলজাত করণের কাজ শুরু হবে। সম্প্রতি বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও কে এম কামরুল কাদেরের বেঞ্চ এই রায় দিয়েছে। এল পি জি বোতলজাত করার সংস্থাগুলি হল ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস), বারাকা লিমিটেড ও ডেল্টা এলপিজি লিমিটেড।

এ-প্রসঙ্গে উল্লেখ্য টিএমএসএস ২০১৬ সালে কারখানা স্থাপনে আবেদন করেছিল কিন্তু তা না পেয়ে তারা ২০১৮ র অক্টোবরে রিট করে। মঙ্গলবার তারই রায় দেয় হাইকোর্ট। বিচারপতিদের বেঞ্চ জানিয়েছে, কোথায় কতগুলি প্রতিষ্ঠান হবে তার সিদ্ধান্ত নেবে সরকার। ভবিষ্যতে শিল্প স্থাপন বন্ধে এই রায় কোনো বাধা হবে না।

এই রায়ে অবশ্য চিন্তিত পরিবেশবিদ ও আমজনতার একাংশও। এই কারখানাগুলি সুন্দরবনের ওপর প্রভাব ফেলতে পারে। ক্ষতি হতে পারে পৃথিবীর বৃহত্তম এই ব-দ্বীপ অঞ্চলের। সেই ক্ষতি আদৌ প্রতিরোধ করা যাবে কি?

Latest News See More