ছোটো থেকেই আমরা প্রত্যেকে জেনে এসেছি, আমাদের সৌর জগতের একেবারে মাঝখানে আছে সূর্য। এরপর যখন জানা যায় যে সূর্যেরও নিজস্ব কক্ষপথ আছে, তখন একটু অবাক লাগে। অবশ্য এর তো সহজ ব্যাখ্যা ছিল তখন। নানা আকারের গ্রহ নিরন্তর ঘুরে চলেছে, তাই ভরকেন্দ্রও ক্রমশ ঘুরে যাচ্ছে। কিন্তু এখন যদি বলা হয়, সূর্য আসলে এই সৌরজগতের ভরকেন্দ্রই নয়। আমাদের ভরকেন্দ্র একেবারেই গতিশীল নয়, এবং সেই বিন্দু আসলে ফাঁকা? হ্যাঁ, সাম্প্রতিক গবেষণার ভিত্তিতে এমনটাই জানাচ্ছেন বিজ্ঞানীরা।
বিজ্ঞান মানেই চিরপরিবর্তনশীল। তার নিজের উত্তরকেই নিজে ভেঙেছে বারবার। ঠিক সেই পথেই হাঁটল জাপানের মহাকাশবিজ্ঞান সংস্থা জাক্সা। সংস্থার বিজ্ঞানী জেমস ও’ডনগ দীর্ঘ গবেষণার পরে সৌরজগতের প্রকৃত ভরকেন্দ্র, অর্থাৎ বিজ্ঞানের ভাষায় যাকে বলে ব্যারিসেন্টার, সেই বিন্দুটির সন্ধান পেয়েছেন। আর তাঁর গবেষণাপত্র বলছে বিন্দুটি একেবারেই স্থির। এবং সূর্য তার পরিক্রমণের পথে মাত্র একবার এই বিন্দুটির উপর দিয়ে যায়। এমনকি গবেষণাপত্রে তিনি এমনও দাবি করেছেন যে বৃহস্পতির বিরাট ওজনের জন্য সূর্য পরিক্রমণের সময় তার দিকেও খানিকটা পক্ষপাতী হয়ে পড়ে।
অবশ্য ও’ডনগের এই গবেষণায় এখনই সম্মতি জানাননি কেউই। নাসাও নিজের মতো করে সৌরজগতের ভরকেন্দ্রের অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। তবে একটা বিষয়ে মোটামুটি সকলেই একমত, সূর্য এই জগতের কেন্দ্র নয়। বাকিদের মতোই সূর্যও ঘুরে চলেছে সেই বিন্দুর চারিদিকে।
Powered by Froala Editor
আরও পড়ুন
এখনও পর্যন্ত সূর্যের নিকটতম ছবি, ক্যামেরাবন্দি করল কৃত্রিম উপগ্রহ