কারোর স্পষ্ট দেখা যাচ্ছে পাঁজরের হাড়। গোনাও যাচ্ছে স্পষ্ট। কারোর চামড়া ফুঁড়ে উঠে এসেছে শিরদাঁড়া। খাঁচার ভেতর এমনভাবেই বসে আছে পশুরাজ সিংহ। সম্প্রতি এমন ছবি ভাইরাল হল নেট দুনিয়ায়। প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েছেন পশুপ্রেমীরা।
সুদানের রাজধানী খারতুমের আল-কুরেশি অ্যানিম্যাল পার্কে ঘটেছে এমন ঘটনা। পার্কে থাকা পাঁচটি আফ্রিকান সিংহের ওজন অস্বাভাবিকভাবে কমে গেছে। অবস্থা এমনই শোচনীয় যে, তাদের চামড়ার ওপর ফুটে উঠেছে হাড়। রীতিমতো হাত দিয়ে গোনা যাচ্ছে পাঁজর, প্রায় ঠিকরে বেরিয়ে এসেছে শিরদাঁড়া। এক ঝলক দেখলে মনে হবে, হাড়ের ওপর চামড়ার হালকা আস্তরণ দিয়ে দেওয়া হয়েছে। পশুরাজের সেই বিক্রমও নেই, বরং খাঁচার ভেতর পড়ে ধুঁকছে তারা। শ্বাস নিতেও যেন কষ্ট হচ্ছে। এক প্রকার গুটিয়ে বসে আছে ভেতরে।
নেট দুনিয়ায় এমন ছবি ভাইরাল হতেই শঙ্কিত হয়ে আছেন বিশ্বের আপামর পশুপ্রেমী। এই দৃশ্য যে সত্যিই বেশিক্ষণ সহ্য করা যায় না। আল-কুরেশি অ্যানিম্যাল পার্কের কর্তাদের সঙ্গেও যোগাযোগ করা হয়। কিন্তু তাঁরাও অসহায়। এই মুহূর্তে সুদানে চলছে প্রবল আর্থিক সংকট। এতটাই প্রবল, যে তার ধাক্কা এসে পৌঁছেছে এই চিড়িয়াখানাতে। পশুদের ঠিকমতো খাবার ও ওষুধ দেওয়ার টাকাটুকুও সবসময় থাকে না। চিড়িয়াখানার কর্মীরা যখন সম্ভব হয়, নিজের টাকায় এই পশুদের খাওয়ায়। কিন্তু সেটাও যে সবসময় সম্ভব হয় না! কর্মী থেকে কর্তা— সবাই একপ্রকার অপারগ হয়েই সহ্য করছেন এসব। আর এর মধ্যেই ধুঁকছে এই আফ্রিকান রাজারা।
এইরকম চললে যে বেশিদিন বাঁচবে না সিংহরা, সেটাও নিশ্চিত। খবর প্রকাশ্যে আসার পর, দ্রুত যাতে এই অবস্থার পরিবর্তন হয়, সেটার চেষ্টা করছেন অনেকে। ততদিন, প্রার্থনা আর বিক্ষিপ্ত আর্থিক সাহায্য ছাড়া আর যে কিছুই করার নেই!