লকডাউনের ফলাফল, ৪০ কোটি মানুষ ছাড়িয়ে গেছেন চরম দারিদ্র্যসীমাও!

করোনা ভাইরাস ছেয়ে গেছে বিশ্বে। প্রায় ৭৬ লক্ষ মানুষ আক্রান্ত এই মারণ ভাইরাসে। ৪ লক্ষেরও বেশি মানুষের মৃত্যুমিছিল দেখেছে পৃথিবী। কিন্তু এই মহামারীর দৌলতেই আরও বড়ো আশঙ্কা দেখা দিয়েছে। লকডাউনের ফলে তলানিতে ঠেকেছে অর্থনীতি, যার শিকার চরম দারিদ্র্যসীমার নিচে থাকা মানুষেরা। 

সম্প্রতি রাষ্ট্রপুঞ্জের তত্ত্বাবধানে চালানো একটি গবেষণা থেকে জানা গেছে এমনটাই। গবেষকরা ব্রিটেনের কিংস কলেজ এবং অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটির অর্থনীতির অধ্যাপক। গবেষণায় বলা হচ্ছে, দারিদ্র্যের হার দেড়গুণ বৃদ্ধি পেয়েছে এই লকডাউনে। সারা বিশ্বে শুধু লকডাউনেই প্রায় ৪০ কোটি মানুষ চরম দারিদ্র্যের সীমারেখা অতিক্রম করে গেছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা। যার মধ্যে ভারতে রয়েছেন ২ কোটি মানুষ। ফলে দেশে চরম দারিদ্র্যসীমার নিচে এখন অবস্থান করছেন মোট ৬ কোটি নাগরিক। 

এই গবেষণার তথ্য বিশ্বব্যাঙ্কের কিছুদিন আগের প্রকাশ করা সম্ভাবনাকেও ছাপিয়ে গেছে। যেখানে বলা হয়েছিল সাড়ে ৭ কোটি শিকার হবে চরম দারিদ্র্যের। তবে পরিস্থিতি যে ভবিষ্যতে আরও খারাপ হতে চলেছে, আশঙ্কা প্রকাশ করেছেন গবেষকরা। সেখানে এই সংখ্যা দাঁড়াতে পারে ১১২ কোটিতে গিয়ে। যার এক তৃতীয়াংশই আফ্রিকার নাগরিক। বিশ্বের প্রতি মানুষের গড় আয় কমবে ২০ শতাংশ। তবে ভারত যেহেতু জনসংখ্যা এবং জনঘনত্বের দিক থেকে প্রথমের দিকে রয়েছে, দেশে চরম প্রভাব পড়বে এই পরিস্থিতির। আগে থেকে অবস্থা আয়ত্তে না আনতে পারলে, চরম সংকট উপস্থিত হবে দেশের দরজায়।

Powered by Froala Editor

আরও পড়ুন
৮০ শতাংশ কর্মরত ভারতীয়ই অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত, জানাল গবেষণা

Latest News See More