পৃথিবীর বর্তমান আকৃতির জন্য দায়ী প্রাগৈতিহাসিক বন্যা!

পৃথিবীর (Earth) আকার অনেকটা কমলা লেবুর মতো। শৈশবে ভূগোলের বইতে আমরা এমনটা পড়েছি সকলেই। কিন্তু আদৌ কি তার আকার মসৃণ কমলা লেবুর মতো? না। বরং, পৃথিবীর ভূত্বক অনেকটা বিকৃত গোলকের মতো। যাকে বিজ্ঞানের পরিভাষায় বলে ইলিপসয়েড। আর পৃথিবীর এই আকৃতির জন্য দায়ী প্রাগৈতিহাসিক বন্যা (Mega Flood)। হ্যাঁ, অবাক লাগলেও এমনটাই সত্যি। সম্প্রতি, ভূতাত্ত্বিকদের গবেষণায় উঠে এল এমনই চাঞ্চল্যকর তথ্য।

ফিরে যেতে হবে প্রায় ২০ হাজার বছর। হিমযুগের শেষ দিক সেটা। ক্রমশ পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির ফলে গলন শুরু হয়েছিল প্রাচীন হিমবাহগুলির। দৈত্যাকার সেইসব হিমবাহের গলনেই ভয়ঙ্করভাবে প্লাবিত হয়েছিল গোটা পৃথিবী। জন্ম নিয়েছিল মেগাফ্লাড। আজ-কালকার বন্যার থেকেও যার ভয়াবহতা ছিল কয়েক গুণ বেশি। এই বন্যাই পৃথিবীর ভূত্বকের আকার ও আকৃতি বদলে দেয়। কিন্তু কীভাবে?

হিমযুগে পৃথিবীর গোটা ভূপৃষ্ঠ বরফের স্তরে আচ্ছাদিত থাকায়, সুষম চাপ পড়ত সর্বত্র। তবে বরফের গলন শুরু হওয়ার পরেই ধীরে ধীরে গতিশীল হয় হিমবাহগুলি। বন্যার সৃষ্টির সঙ্গে, হিমবাহের এই গতিই দায়ী ছিল ভূত্বকের আকার পরিবর্তনের জন্য। ভূ-ত্বকের ক্ষয়ে একদিকে যেমন পৃথিবীর বুকে প্রকাণ্ড গিরিখাত, উপত্যকা, স্ক্যাপল্যান্ডের সৃষ্টি হয়; তেমনই ভূপৃষ্ঠের ভিন্ন ভিন্ন অঞ্চলে চাপের তারতম্য দেখা দেয়। তার ফলে, টেকটোনিক পাতের গতিতেও বদল আসে। অনেকটা বেলুনের মতোই ফুলে যায় পৃথিবীর বেশ কিছু অঞ্চল। পরিসংখ্যান বলছে বছরে প্রায় ১০ মিলিমিটার আকার বদলেছিল হিমযুগের প্রাগৈতিহাসিক পৃথিবীর ভূত্বক।

যুক্তরাষ্ট্রের চেনি-প্যালুস এবং টেলফোর্ড ক্রাব ক্রিকের আকৃতি দেখে প্রথম প্রাগৈতিহাসিক ঘটনাটির অনুমান করেন মার্কিন গবেষকরা। তারপর তৈরি করা হয় বিশেষ জিআইএ মডেল। সুপার কম্পিউটারে সিমুলেশন তৈরি করে একাধিকভাবে পরীক্ষা করা হয় সংশ্লিষ্ট ঘটনাটিকে। তাতেই স্পষ্ট ফুটে ওঠে এই ঘটনার বিবরণ। 

আরও পড়ুন
বিলুপ্ত হয়েছে এইসব প্রাগৈতিহাসিক প্রাণী, তবে বিরাজমান তাদের উত্তরসূরিরা

হিমযুগের মতো আজকের পৃথিবীও শিকার তাপমাত্রা বৃদ্ধির। গ্লোবাল ওয়ার্মিং-এর ফলে ক্রমশ উষ্ণতা বাড়ছে পৃথিবীর। দ্রুত গতিতে গলছে পৃথিবীর বরফ ও হিমবাহগুলি। এই অনিয়ন্ত্রিত বরফের গলনও প্রাগৈতিহাসিক যুগের মেগাফ্লাডকে ফিরিয়ে আনতে পারে, সে-ব্যাপারে সতর্ক করছেন গবেষকরা…

আরও পড়ুন
‘অস্ট্রিয়া জীবনানন্দাই’, জীবনানন্দ দাশের নামে নামকরণ হল প্রাগৈতিহাসিক প্রাণীর

Powered by Froala Editor

আরও পড়ুন
ফিরতে চলেছে প্রাগৈতিহাসিক ম্যামথ? আশা দেখাচ্ছে জিন টেকনোলজি