কোভিডে উপজাতি-মৃত্যুর সংখ্যা গোপন! অভিযোগে বিদ্ধ ব্রাজিল সরকার

করোনা অতিমারীর মধ্যে বারবার সমালোচনার মুখে পড়েছে ব্রাজিলের বলসোনারো সরকার। আর এবার সরাসরি তথ্য বিকৃতির অভিযোগ উঠল স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান নিয়ে। অভিযোগ তুলেছে আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত এনজিও ‘কো-অর্ডিনেশন অফ ইন্ডিজেনিয়াস অর্গানাইজেশন ইন দ্য ব্রাজিলিয়ান আমাজন’। সংস্থার নিজস্ব রিপোর্টে দাবি করা হয়েছে, দেশজুড়ে কোভিড আক্রান্ত উপজাতি সম্প্রদায়ের মানুষের প্রকৃত সংখ্যাটা সরকারি পরিসংখ্যানের দ্বিগুণেরও বেশি।

ব্রাজিলের আমাজন অরণ্য অধ্যুষিত বেশ কিছু এলাকা উপজাতিদের জন্য সংরক্ষিত। এর মধ্যে রয়েছে ১৬৩টি প্রাচীন জনজাতি। তবে বেশিরভাগ উপজাতি সম্প্রদায়ের অধিকাংশ মানুষই এখন শহরে থাকেন। ফলে তাঁদের মধ্যে কতজন আক্রান্ত, তার প্রকৃত হিসাব পেতে গেলে অরণ্যবাসী এবং নাগরিক উভয় সম্প্রদায়ের মানুষকেই ধরতে হবে। কিন্তু সরকারি পরিসংখ্যানে কেবলমাত্র সংরক্ষিত অঞ্চলের অধিবাসীদের তথ্যই দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছে ব্রাজিলের বেশ কিছু সামাজিক সংগঠন। আর সেই অভিযোগে স্বীকৃতি দিল সাম্প্রতিক এই পরিসংখ্যান। পরিসংখ্যানে দেখানো হয়েছে, ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ব্রাজিলের উপজাতি সম্প্রদায়ের যতজন মানুষ আক্রান্ত হয়েছেন তা সরকারি পরিসংখ্যানের ২৩৬ শতাংশ বা তারও বেশি। একইভাবে কোভিডে মৃতের সংখ্যাও ১০৩ শতাংশ বেশি।

ব্রাজিলের বিস্তীর্ণ অঞ্চল এখনও আমাজন অরণ্য অধ্যুষিত। আর মোট উপজাতি সম্প্রদায়ের মানুষের সংখ্যা দেশের ৩৬ শতাংশ। পরিসংখ্যানে দেখা গিয়েছে, উপজাতি সম্প্রদায়ের মধ্যে যেভাবে কোভিড ছড়িয়েছে তা বিস্ময়কর। তাঁদের মধ্যে করোনা সংক্রমণের গড় হার দেশের সার্বিক গড়ের ১৩৬ শতাংশ। মৃত্যুর নিরিখেও তা সার্বিক গড়ের ১১০ শতাংশ। আর অনেক ক্ষেত্রেই সরকারি স্বাস্থ্যকর্মীদের দায়িত্বজ্ঞানহীন আচরণকেই সংক্রমণ ছড়িয়ে পড়ার কারণ হিসাবে দায়ী করেছে ব্রাজিলের এই এনজিও। শুধু তাই নয়, তথ্য বিকৃতির মাধ্যমে আসলে কোভিড চিকিৎসার সুযোগ সুবিধা থেকে উপজাতি সম্প্রদায়ের মানুষকে দূরে সরিয়ে রাখার চক্রান্ত চলছে বলেও অভিযোগ উঠেছে। চিকিৎসকদের দাবি, অতিমারী পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে গেলে প্রথমে একটি সার্বিক চিত্র বুঝে নেওয়া খুব প্রয়োজন। আর সেই ছবি বোঝা যায় পরিসংখ্যান থেকেই। এক্ষেত্রে সাধারণভাবে সরকারি পরিসংখ্যানকেই সবচেয়ে নির্ভরযোগ্য বলে ধরা হয়। কিন্তু তার মধ্যেই যখন গলদ থেকে যায়, তখন অবস্থা আরও ভয়াবহ হয়ে ওঠে।

Powered by Froala Editor

আরও পড়ুন
ব্রাজিলের উপজাতির সঙ্গে বে-আইনি উত্তোলকদের সংঘর্ষ, উত্তপ্ত আমাজন