২১০০ সালের মধ্যেই হারিয়ে যাবে মেরু ভাল্লুক, আশঙ্কিত বিজ্ঞানীরা

মানুষের প্রতিদিনের কার্যকলাপে একটু একটু করে বাড়ছে পৃথিবীর উষ্ণতা। আর তার ফলে একে একে হারিয়ে যাচ্ছে অনেক প্রাণী। আর সেই প্রাণী যদি হয় মেরু ভাল্লুক, তাহলে তার দুরবস্থার কথা তো বলাই বাহুল্য। বরফের বুকেই তার বসবাস। অতএব মেরু অঞ্চলের বরফ গলে গেলে তার থাকার জায়গা আর থাকবে না কিছুই।

তবে কি বিলুপ্ত হতে চলেছে মেরু ভাল্লুক? উত্তরটা অবশ্যই হ্যাঁ। কিন্তু সেই সময় আর কত বাকি? এর উত্তর নিয়ে গবেষকদের মধ্যে যথেষ্ট মতভেদ আছে। তবে বৈজ্ঞানিকদের সাম্প্রতিক গবেষণার তথ্য অনুযায়ী এই শতকের মধ্যেই ঘনিয়ে আসছে সেই দিন। আর সেই প্রক্রিয়া আগামী ৪০-এর দশকের মধ্যেই সেই প্রক্রিয়া শুরু হতে চলেছে।

টরন্টো ইউনিভার্সিটির গবেষক পিটার মোলনার এবং তাঁর কিছু সহকারী মিলে সম্প্রতি এই বিষয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছেন নেচার ক্লাইমেট চেঞ্জ পত্রিকায়। উত্তর-মেরু অঞ্চলে বসবাসকারী ভাল্লুক গোষ্ঠীর মধ্যে ১৯টি গোষ্ঠীর প্রায় প্রতিটি প্রাণীর শারীরিক অবস্থা পরীক্ষা করে দেখা হয়েছে, বিভিন্ন গ্রিন হাউস গ্যাসের প্রভাব তাদের উপর কতটা পড়েছে। আর সেই তথ্য বিশ্লেষণ করে দেখা গিয়েছে, ২০৪০ সাল থেকেই এইসব প্রাণী প্রজনন ক্ষমতা হারাতে থাকবে। এবং ২০৮০ সাল নাগাদ অধিকাংশ প্রাণীই এই অসুস্থতার শিকার হবে। সৌজন্যে গ্রিন হাউস গ্যাস।

বিগত ৫০ বছর ধরেই গ্রিন হাউস গ্যাসের ক্ষতিকর প্রভাব পড়তে শুরু করে মেরু ভাল্লুকের উপর। ইতিমধ্যে একেকটি জায়গায় ২৫ থেকে ৫০ শতাংশ প্রাণী বিলুপ্ত হয়ে গিয়েছে। আর এই শতকের শেষ পর্যন্ত একমাত্র উত্তর কানাডার নিউ এলিজাবেথ দ্বীপ ছাড়া আর কোথাও এই প্রাণীর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না বলেই মনে করছেন পিটার মোলনার।

Powered by Froala Editor