একদিনের টিফিনের টাকা বাঁচিয়ে আমরা কী করতাম? কেউ পছন্দের খাবার কিনতাম, নয়তো আরও জমিয়ে রেখে কিছু কিনতাম। কিন্তু একদিনের টিফিনের টাকা জমিয়ে প্রায় ১ লাখেরও বেশি গাছ লাগানোর কথা কখনও ভেবেছিলাম কি? সেই কাজটাই করেছে বাংলাদেশের জুবায়ের আল মাহমুদ রাসেল।
সম্প্রতি রাজশাহীর বাঘা এবং চারঘাট উপজেলার শিক্ষার্থীরা একত্রে এই কাজটি করেছে। শ্লোগান ছিল ‘সবুজের জয়গানে, এসো মিলি প্রাণে প্রাণে’। আর এই সমগ্র উদ্যোগটির জন্মদাতা হলেন জুবায়ের। ২০১৫ সাল থেকে এই আন্দোলন শুরু করেছিলেন তিনি। একটি অঞ্চলের সমস্ত শিক্ষার্থীরা নিজেদের একদিনের টিফিনের টাকা বাঁচিয়ে তা দিয়ে বৃক্ষরোপণ করবে। এমন অভিনব উদ্যোগে সাড়াও পড়েছিল বেশ দ্রুত। গত চারবছরে বাংলাদেশের ৭৫০টি স্কুলের পড়ুয়া এতে অংশ নিয়েছিল। যার ফল হিসেবে প্রায় আড়াই লক্ষেরও বেশি গাছ লাগানো হয়েছিল। এইবছর এখনও অবধি ১ লাখ ৫ হাজার গাছ লাগানো হয়েছে। জুবায়ের রাসেলের পরিবেশকে বাঁচানোর এই অভিনব আন্দোলন আরও দিকে দিকে ছড়িয়ে পড়ুক, এই আশা থাকুক।