মার্চ মাস থেকে শুরু হয়েছে লকডাউন। এরপর যাতায়াত ব্যবস্থা কিছুটা স্বাভাবিক হলেও এখনও পর্যন্ত স্কুল-কলেজ খোলার কোনো সম্ভবনাই নেই। কারণ শারীরিক দূরত্ব বজায় রেখে ক্লাস নেওয়া সম্ভব নয়। তবে অনেক জায়গাতেই ক্লাস চলছে অনলাইনে। কিন্তু ভারতের মতো দেশে অনেক পড়ুয়ারই তো সুযোগ নেই ইন্টারনেটের মাধ্যমে পড়াশুনো চালিয়ে যাওয়ার। আর সেইসব কথা মাথায় রেখেই এক অভিনব ক্লাসের আয়োজন করল মহারাষ্ট্রের দিগন্ত স্বরাজ ফাউন্ডেশন।
মহারাষ্ট্রের দন্দওয়াল গ্রামে মূলত অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষের বাস। ফলে অনলাইন ক্লাস করার সামর্থ্য কারোরই নেই। স্কুল বন্ধ থাকায় তাই কেউ কেউ সারাদিন খেলা করে সময় কাটাত, আবার কেউ জঙ্গলে ঘুরে বেড়াত। এমন সময়ে দিগন্ত স্বরাজ ফাউন্ডেশনের সদস্যরা নিয়ে এলেন দুটো স্পিকার। আর তার সামনে খোলা মাঠের উপর পড়ুয়াদের নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে বসে পড়ে পড়ুয়ারা। তারপর সেই স্পিকার থেকে শুনে শুনে চলে পড়াশুনো।
দিগন্ত স্বরাজ ফাউন্ডেশনের কর্ণধার শ্রদ্ধা শ্রীরঙ্গরপোর জানিয়েছেন বেশ কিছু বছর ধরেই মহারাষ্ট্রের গ্রামেগঞ্জে কাজ করে চলেছে এই সংস্থা। আর সব ক্ষেত্রেই গ্রামবাসীর কাছ থেকে পেয়েছেন অমলিন ভালোবাসা। এক্ষেত্রেও দেখা গিয়েছে পড়ুয়াদের বেশিরভাগের পরিবারেই আগে কেউ লেখাপড়া করেনি। আর এই প্রথম প্রজন্মের পড়ুয়াদের ভবিষ্যতও অনিশ্চিত হয়ে পড়েছিল লকডাউনের কারণে। কিন্তু দিগন্ত স্বরাজের কর্মীরা ছেলেমেয়েদের পড়াশোনা অব্যাহত রাখার যে উদ্যোগ নিয়েছেন, তাতে খুশি অভিভাবকরাও।
তবে স্পিকারের মাধ্যমে পড়াশোনা করার ধারণা এই সময়ে নতুন নয়। কিছুদিন আগেই ছত্তিশগড়ের একটি গ্রামে অনুরূপ উদ্যোগ নিয়েছিলেন স্থানীয় শিক্ষকরা। আর এইসব উদ্যোগ আরও একবার প্রমাণ করে দিল যে, ইচ্ছের শক্তি থাকলে অর্থনীতি কোনো বাধা হতে পারে না। যেকোনো সংকটের সময়েকেই অনায়াসে পার হয়ে যাওয়া যায় সকলে মিলে।
আরও পড়ুন
মডেলিং-এর দুনিয়া ছেড়ে পড়াশোনায় ডুব, সিভিল সার্ভিসে সাফল্য ঐশ্বর্যের
Powered by Froala Editor