৫ বছরের প্রতিবন্ধী কিশোরের জন্য বাসস্টপ নির্মাণ, মানবিকতার নজির পড়ুয়াদের

বয়স আন্দাজ পাঁচ বছর। পরনে স্কুল ইউনিফর্ম। হুইলচেয়ারের ওপর বসে স্কুলবাসের জন্য অপেক্ষারত ছোট্ট কিশোর। পাশে দাঁড়িয়ে তার মাথায় ছাতা ধরে রেখেছেন তার নার্স। এই দৃশ্য অতিপরিচিত ব্র্যাডফোর্ডের রোড আইল্যান্ডের বাসিন্দাদের কাছে। শীত, গ্রীষ্ম, বর্ষা— প্রতিদিন এভাবেই খোলা আকাশের নিচে অপেক্ষা করতে হয় বিশেষভাবে সক্ষম বছর পাঁচেকের রাইডার কিলামকে। এবার তার জন্যই আস্ত একটি ‘বাসস্টপ’ তৈরি করে দিল স্থাপত্য প্রযুক্তিবিদ্যার ছাত্রছাত্রীরা।

ভূমিষ্ঠ হওয়ার সময়েই এক বিরল রোগে আক্রান্ত হয়েছিল রাইডার। স্পাইনা বিফিডা মায়লোমেনিনোসেল। মেরুদণ্ডের সমস্যার কারণে জন্মলগ্ন থেকেই চলচ্ছক্তি হারিয়েছিল সে। ফলে, হুইলচেয়ারই ভরসা হয়ে ওঠে তার। কিন্তু তাবলে তো আর জীবন থেমে থাকতে পারে না? ২০১৯ সালে প্রথম প্রি-স্কুলে ভর্তি হয় রাইডার। বর্তমানে কিন্ডারগার্ডেনের পড়ুয়া সে। 

তবে বিষয় হল, রাইডারের বাড়ির কাছে কোনো বাসস্টপ না থাকায় বিগত দু’বছর ধরে ঝড়, বৃষ্টি, তুষারপাতের সঙ্গে এভাবেই লড়াই করে চলেছে একরত্তি রাইডার। বিষয়টা যে নজর কাড়েনি অন্যদের, তেমনটা নয়। কিন্তু কেবলমাত্র একজন কিশোরের জন্য আস্ত একটি বাসস্টপ তৈরি করতে আগ্রহ দেখায়নি প্রশাসন। শেষ পর্যন্ত এই সমস্যার সমাধান করতে সোশ্যাল মিডিয়ায় বাতিল বাসস্টপ ছাউনির কেনার জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন রাইডারের বাবা টিম। 

সেই বার্তাই পৌঁছে যায় একদল প্রযুক্তিবিদ্যার ছাত্রছাত্রীর কাছে। এগিয়ে আসেন ওয়েস্টারলি হাই স্কুলের ড্যান ম্যাকিনা। শুরু হয় অর্থ তহবিল গড়ার প্রক্রিয়া। মাস দেড়েকের চেষ্টার পর শেষ পর্যন্ত বাস্তবায়িত হয় ওয়েস্টারলি হাই স্কুলের পড়ুয়াদের উদ্যোগ। ৫ ফুট বাই ৮ ফুটের একটি ছোট্ট অস্থায়ী ছাউনি তৈরি করতে সক্ষম হয় তারা। শুধু রাইডারই নয়, তার নার্সও অনায়াসেই দুর্যোগের দিনে আশ্রয় নিতে পারবেন এই ছাউনির তলায়। 

আরও পড়ুন
সাইন ল্যাঙ্গুয়েজের স্বীকৃতি ও ব্যবহারের দাবি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা বিশেষভাবে সক্ষম আইনজীবীর

বিশেষভাবে সক্ষম শিশুর জন্য এভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেবে তরুণ তরুনীরা, তা স্বপ্নেও ভাবেননি রাইডারের বাবা-মা। এমন মানবিক উদ্যোগকে কুর্নিশ জানানোর সত্যিই কি ভাষা হয় কোনো? 

আরও পড়ুন
ভাঙল অচলায়তন, মহাকাশে পাড়ি দিলেন বিশেষভাবে সক্ষম নভোচারীর দল

Powered by Froala Editor

আরও পড়ুন
বিশেষভাবে সক্ষম শিশুদের থেরাপির জন্য মোবাইল ভ্যান হিমাচলে