বিষপ্রয়োগে হত্যা রাস্তার কুকুরদের, নতুন ভারতের ছবি

রাস্তার অনেকগুলি কুকুরকে দিনেদুপুরে বিষ প্রয়োগে হত্যা করা হল। সংখ্যাটা নিতান্ত কম নয়, প্রায় ৪০। আর কাজটি করলেন খোদ পঞ্চায়েতের কর্মীরা! সম্প্রতি এমনই নৃশংস ঘটনা ঘটে গেল অন্ধ্রপ্রদেশের রামাভারাপ্পাদুতে। এলাকারই এক বাসিন্দা লক্ষ্য করেন, স্থানীয় পঞ্চায়েতের কয়েকজন কর্মী এই কুকুরদের ইনজেকশন প্রয়োগ করে হত্যা করছেন। এবং সেটা তাঁরা করছেন প্রকাশ্য দিবালোকেই। সন্দেহ হওয়ায় কয়েকজন তাঁদের গাড়ি পরীক্ষা করলে আরও ২০টি কুকুরের মৃতদেহ উদ্ধার করেন। পঞ্চায়েতের কর্মীদের দাবি ছিল, উচ্চপদস্থ অফিসারদের নির্দেশেই নাকি এই কাজ করা হচ্ছে। কিন্তু এমন কোনো নির্দেশের খবর এলাকাবাসীর কাছে পৌঁছয়ইনি!

শুধু অন্ধ্র নয়, নৃশংসতার মাত্রা ছাড়িয়েছে মুম্বইয়ের একটি ঘটনাও। সেখানে একজন ‘শিক্ষিত’ ব্যক্তি তাঁর গাড়ির সঙ্গে একটা কুকুরকে বেঁধে টানতে টানতে বেশ কিছুটা দূর অবধি নিয়ে গিয়েছিলেন। ফলস্বরূপ, কুকুরটা মারা যায়। বুকের পাঁজর সম্পূর্ণ গুঁড়িয়ে যায়, রাস্তায় টেনে নিয়ে যাওয়ার ফলে চোখও প্রায় দেহ থেকে বেরিয়ে আসে।

এই বছরের শুরুর দিকে কলকাতার এনআরএস হাসপাতালে ১৬টি কুকুরছানার হত্যার ঘটনায় তোলপাড় হয়েছিল শহর। সোশ্যাল মিডিয়া থেকে পাড়ার চায়ের দোকান— পশুপ্রেমী, সাধারণ মানুষ সবাই গর্জে উঠেছিল এই অন্যায়ের বিরুদ্ধে। তবে সেই ঘটনা পরম্পরা যে থামেনি, অন্ধ্র আর মুম্বইয়ের নৃশংসতা সেটা আবার স্পষ্ট করে দিল। স্থানীয় প্রশাসনের প্রত্যক্ষ বা পরোক্ষ সহায়তায় এই সমস্ত কাজ হচ্ছে বলেও অভিযোগ করছেন অনেকে। মানবিকতা তো আস্তে আস্তে হারিয়েই ফেলছি আমরা। এইসব ঘটনা, সেই বক্তব্যকেই কি সিলমোহর দিচ্ছে না? 

Latest News See More