শুধু মানুষ নয়, একাকিত্বে ভুগছে এই বিশেষ প্রজাতির গাছটিও

জীবনের নানা মুহূর্তে একাকিত্ব গ্রাস করে আমাদের। তবে শুধুই কি আমরা? গাছেরও তো প্রাণ আছে নাকি! সুদূর নিউজিল্যান্ডের বনে সম্পূর্ণ একা হয়ে আছে একটি বিশেষ গাছ। একাকিত্বের বোঝা নিয়ে চলে যাচ্ছে জীবন। তাকে নিয়ে চিন্তিত বিজ্ঞানীরাও।

পেনানশিয়া করিমবোসা। স্থানীয় মাওরি উপজাতির ভাষায় ‘কাইকোমাকো’। নিউজিল্যান্ডের উত্তরে একটি ছোট্ট দ্বীপে জন্মায় এই প্রজাতির গাছ। শুধু মাওরি প্রজাতি নয়, নিউজিল্যান্ডের জীবপ্রজাতির অন্যতম হেরিটেজ হল এই উদ্ভিদ। কিন্তু একাকিত্ব কেন? কারণ, এখন এই প্রজাতির একটিমাত্র গাছই টিকে আছে। দূর দূরান্তে কোথাও এর কোনও বন্ধু বা আত্মীয়-স্বজন নেই। আজ থেকে নয়, এরকম পরিস্থিতি বেশ কয়েক বছর থেকে। সঙ্গী না থাকার জন্য, বংশবিস্তার কেমন করে হবে, তা নিয়ে চিন্তায় সেখানকার পরিবেশবিদরা।

এমন পরিস্থিতি হল কেন? বিজ্ঞানীরা বলছেন, যে অঞ্চলে এই গাছ পাওয়া যায়, সেটা মূলত গবাদি পশুর চারণভূমি। যার কারণে, ভেড়া বা ছাগলে প্রচুর পরিমাণে এই গাছ খেয়েছে। ধ্বংস হয়েছে। এছাড়া পরিবেশের খামখেয়ালিপনা তো আছেই। তার ওপর, এই গাছটি পৃথিবীর অন্যতম বিরল প্রজাতির গাছ। ফলত, এই একাকিত্ব। তবে বিজ্ঞানীরা আশা করছেন, খুব শীঘ্রই আরও বেশ কিছু কাইকোমাকো উদ্ভিদ জোগাড় করবেন। গবেষণাও চলছে। এখন তাঁদের লক্ষ্য, গাছটির একাকিত্ব ঘোচানো।