ঘণ্টায় ৯৬ কিলোমিটার বেগে ঝড়, কালবৈশাখীতে আবার বিপর্যস্ত দক্ষিণবঙ্গ

আমফানের বিভীষিকা এখনও কাটিয়ে উঠতে পারেনি বাংলা। তার এক সপ্তাহের মধ্যেই ভয়ঙ্কর কালবৈশাখী সেই স্মৃতিকেই যেন ফিরিয়ে আনল আবার। গতকাল, বুধবার সন্ধ্যায় আরও একবার প্রকৃতির তাণ্ডবের সাক্ষী থাকল কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলি।


দুপুরের পর থেকেই মেঘলা ছিল দক্ষিণবঙ্গের আকাশ। সন্ধে গড়াতেই সাড়ে ছ’টা নাগাদ শুরু হয় কালবৈশাখীর ত্রাস। এদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয় দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং নদীয়ায়। এই মরশুমে সর্বোচ্চ বেগের কালবৈশাখীর সাক্ষী থাকল আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতায় ঝড়ের বেগ ছিল ৯৬ কিলোমিটার প্রতি ঘণ্টা। পার্শ্ববর্তী কয়েকটি জেলায় ঝড়ের বেগ ছিল ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটারের মতো।


এদিন ঝড়বৃষ্টির চোটে ভেঙে পড়েছে বহু গাছ এবং ল্যাম্পপোস্ট। নতুন করে বিদ্যুৎ সংযোগ ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকায়। আরামবাগে গাছের ডাল ভেঙে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। আহত হয়েছেন আরও কয়েকজন। দৌলতপুরেও মাথায় গাছ ভেঙে পড়ে গুরুতর যখম এক ভদ্রলোক।


গোটা বাংলা যখন গুছিয়ে উঠতে চাইছে ধ্বংসস্তূপ, সারিয়ে তুলতে চাইছে আমফানের ক্ষত, সেই মুহূর্তে ফের ঝড়ের আঘাত আরও ঘেঁটে দিল পরিস্থিতিকে। আজ রাতেও আবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে, জানিয়েছে আবহাওয়া দফতর। 

Powered by Froala Editor

Latest News See More