কথায় বলে, কেঁচো খুড়তে কেউটে। কিন্তু ইতিহাসের নিচেই যে বসত করতে পারে আরও ইতিহাস, সেটা প্রবাদ বলে যায়নি। কিছুদিন আগে, দিল্লির লাল কেল্লার সামনে মাটির নিচ থেকে পাথরে খোদাই করা রাস্তা খুঁজে পায় আর্কিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়া।
বেশ কয়েকদিন ধরেই লাল কেল্লার দিল্লি গেটের সামনের রাস্তার একটা অংশ খুঁড়ছিল আর্কিওলজিকাল সার্ভে। আর সেখানেই মিলেছে এই পথের হদিশ। এখনকার রাস্তার থেকে দু’ফুট নিচে এই পাথুরে রাস্তা। গবেষকরা মনে করছেন, এই রাস্তাটা মুঘল আমলের হতে পারে। হ্যাঁ, লাল কেল্লার শুরুর সময় এই রাস্তাটা তৈরি হয়েছিল, আন্দাজ গবেষকদের। পরবর্তীকালে, পিচের প্রলেপ পড়ে পড়ে এই ‘মূল’ রাস্তাটাই ঢেকে গেছে।
আর্কিওলজিকাল সার্ভের এই প্রচেষ্টাকে ইতিমধ্যেই সাধুবাদ জানিয়েছে ঐতিহাসিক মহল। তবে এখন কী করণীয়, সেটা নিয়ে ধন্দে সকলেই। এটিকে সংরক্ষণ করা হবে, নাকি ছবি তুলে আবার আগের পিচের রাস্তায় ফিরে যাওয়া হবে, তা এখনও অজানাই।