গোটা দুনিয়া তাঁকে চেনে ‘ক্রোকোডাইল হান্টার’ হিসেবে। তিনি, স্টিভ আরউইন। তিনি আজ নেই, কিন্তু তাঁর পরিবার এবং চিড়িয়াখানা জীবজন্তুদের পাশে সবসময় থেকেছেন। অস্ট্রেলিয়ার অগ্নিকাণ্ডের সময়ও তাঁদের ‘অস্ট্রেলিয়ান জু’ কর্তব্য থেকে সরে দাঁড়ায়নি। ৯০ হাজারেরও বেশি প্রাণীকে আশ্রয় দিয়েছেন তাঁরা।
এর যাবতীয় উদ্যোগ নিয়েছেন স্টিভ আরউইনের মেয়ে বিন্দি আরউইন। তিনি ও তাঁর টিম অগ্নিকাণ্ডে আহত প্রাণীদের দেখাশোনা করছেন। অস্ট্রেলিয়ান জু-এর আশেপাশে আগুনের আঁচ পৌঁছোয়নি। তাই সেখানেই চলছে এই প্রাণীদের চিকিৎসা, সেই সঙ্গে রয়েছে নিশ্চিত আশ্রয়।
সোশ্যাল মিডিয়ায় সেই ছবিও পোস্ট করেছেন ২১ বছরের বিন্দি। সেই সঙ্গে দুঃখপ্রকাশ করেছেন এই অগ্নিকাণ্ডের ঘটনায়। পরবর্তীকালে আরও ব্যাপকভাবে আরউইন পরিবার পাশে থাকবে এই প্রাণীদের, সেটাও বলেছেন বিন্দি। স্বভাবতই, এই উদ্যোগ প্রশংসার দাবি রাখে।