পুনরুদ্ধার সম্ভব কৃষ্ণগহ্বরের তথ্যও, ৫০ বছর পর ‘জবাব’ পেলেন স্টিফেন হকিং

সামনে কোনো পদার্থ এলেই তাকে গ্রাস করে নেয় সে। যেন ঠিক অভুক্ত কোনো রাক্ষস। কিন্তু এই ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর থেকে কি বেরিয়ে আসতে পারে কিছু? ৫০ বছর আগে এমনই এক গাণিতিক সমীকরণ তৈরি করেছিলন বিজ্ঞানী স্টিফেন হকিং। সেমিক্লাসিকাল কোয়ান্টাম মেকানিক্সের ব্যবহারে দেখিয়েছিলেন, ব্ল্যাক হোলও বিকিরণ করে। তবে ব্ল্যাক হোলের গ্রাস করা সমস্ত তথ্য পুনরুদ্ধার করা যায় কিনা, সে ব্যাপারে কোনো সিদ্ধান্তে আসতে পারেননি স্বয়ং হকিং। অর্ধশতক পেরিয়ে এসে উত্তর মিলল সেই ধাঁধার।

ক্রমাগত ভর বাড়াতে থাকা ব্ল্যাক হোলের বিকিরণের মাধ্যমেই শক্তিক্ষয় হয়। আর তার ফলেই কমতে থাকে তার ভর। কিন্তু এই ভরের ক্ষয় কোথায়, কীভাবে সংরক্ষিত হয় তা বলতে পারেননি হকিং। ১৯৮০-র দশকে হকিংয়েরই এক ছাত্র ডন পেজ হকিংয়ের মতবাদের বিপক্ষে দিয়েছিলেন এক ভিন্ন তত্ত্ব। সাহায্য নিয়েছিলেন কোয়ান্টাম এনট্যাঙ্গেলমেন্টের। কিন্তু কী এই কোয়ান্টাম এনট্যাঙ্গেলমেন্ট?

বহু দূরে থাকা সত্ত্বেও দুটি কণা নিজেদের মধ্যে সংযুক্ত থাকতে পারে। একটির মধ্যে কোনো পরিবর্তন হলে, চারিত্রিক প্রতিক্রিয়া দেখা যায় অন্য কণাটির মধ্যেও। তরুণ গবেষক পেজ তাঁর তত্ত্ব ‘পেজ কার্ভ’ বা ‘পেজ টাইম’-এর মাধ্যমে দেখিয়েছিলেন, ব্ল্যাক হোলের মধ্যে হকিং রেডিয়েশন চলতে থাকে যতক্ষণ তার উপস্থিতি রয়েছে। তারপর একটা সময় ব্ল্যাক হোলও বাষ্পীভূত হয়ে যায় সম্পূর্ণভাবে। প্রায় তিরিশ বছরেরও বেশি সময় আগে নির্ভুল ছিলেন পেজ। গত দু’বছরের গবেষণায় বিজ্ঞানীরা জানাচ্ছেন তেমনটাই।

সাম্প্রতিক গবেষণা জানাচ্ছে, ব্ল্যাক হোল পেজ কার্ভ অনুযায়ীই শক্তি বিকিরণ করে। সেই বিকিরণের মধ্যেই সংরক্ষিত থাকে ব্ল্যাক হোলের শোষণ করা তথ্য। কোয়ান্টাম এনট্যাঙ্গেলমেন্টের জন্য তা পরিপার্শ্বের নির্দিষ্ট কিছু কণাকে প্রভাবিত করে। যদিও তা সংরক্ষিত হয় সাংকেতিকভাবে। ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডির গবেষক আহমেদ আলমেহিরি গাণিতিকভাবেই এই তত্ত্বের সমাধান করেছেন সম্প্রতি। পাশাপাশি এও জানিয়েছেন তাত্ত্বিক ও গাণিতিক পদ্ধতিতে ব্ল্যাক হোলের সংরক্ষিত সাংকেতিক তথ্যকে ডিক্রিপ্ট করা সম্ভব। বিকিরণের প্রকৃতির বিশ্লেষণে পুনরুদ্ধার করা সম্ভব তাদের। 

‘হকিং প্যারাডক্স’-এর সমাধান পদার্থবিদ্যায় খুলে দিল এক নতুন দিগন্ত। অসম্ভব বলে ধরে নেওয়া ঘটনারও যে বিপরীত পরিপ্রেক্ষিত রয়েছে, দেখাল সেই দিকটাই। নতুন এই আবিষ্কারের ওপর ভর করেই উন্মোচিত হতে পারে ব্ল্যাক হোলের অজানা অনেক রহস্য। জানতে পারা যাবে তার ভিতরে ঘটে চলা ক্রমাগত কেন্দ্রকীয় বিক্রিয়ার কারণও...

Powered by Froala Editor

আরও পড়ুন
ব্ল্যাকহোলের রহস্যে উঁকি দিয়ে পদার্থবিদ্যায় নোবেল তিন বিজ্ঞানীর