শুধু জুন মাসেই কলকাতায় আত্মহত্যা করেছেন ৪৫ জন, জানাল লালবাজার

লকডাউনে যে হতাশা বেড়েছে মানুষের, সেই সমীক্ষার ফলাফল আগেই সামনে এসেছিল। লকডাউনে এক ধাক্কায় বৃদ্ধি পেয়েছি আত্মহত্যার পরিসংখ্যানও। তবে গত ১ জুন থেকে শুরু হয়েছে আনলক পর্ব। স্বাভাবিকতায় ফিরেছে সবকিছুই। কিন্তু তারপরেও কমল না মানুষের হতাশা, অবসাদ। গত একমাসে কলকাতায় আত্মঘাতী হয়েছেন ৪৫ জন, জানা গেল কলকাতা পুলিশ সূত্রে।

তবে প্রত্যেকটি আত্মহত্যার কারণ ভিন্ন। অধিকাংশ ক্ষেত্রেই অর্থাভাব একটি বড়ো কারণ। কিছু ক্ষেত্রে এই ঘটনার পিছনে দায়ী বন্দিদশার অবসাদও। পরিসংখ্যান বলছে জুন মাসের দ্বিতীয়ার্ধে বেড়েছে আত্মহত্যার সংখ্যা। প্রৌঢ় থেকে কিশোর-কিশোরীরাও শিকার হয়েছেন আত্মহননের। এমনকি একইদিনে ৭টি আত্মহত্যার ঘটনাও ঘটেছে কলকাতায়।

কলকাতা পুলিশ জানিয়েছে, অনটনের থেকে মুক্তি পেতে অনেক ক্ষেত্রেই মৃত্যুর পথ বেছে নিয়েছে একটি গোটা পরিবার। রিজেন্ট পার্ক থানা এলাকার ঘটনায় মৃত্যু হয়েছে এক মহিলা এবং তাঁর ছোটো ছেলের। অন্যদিকে একইরকম ঘটনায় ঠাকুরপুকুরে মারা গেছেন এক পরিবারের ৩ জন। এর পাশাপাশিই অনেকগুলি ঘটনা নিয়ে তদন্ত চলছে পুলিশের।

আত্মহত্যা নিয়ে সমীক্ষার পাশাপাশিই কলকাতা পুলিশ তৈরি করেছে একটি বিশেষ দল। মানুষকে আশার আলো দেখানোই লক্ষ্য তার। অবসাদগ্রস্তদের মৃত্যুর দরজা থেকে ফিরিয়ে আনতে তৎপরতায় সঙ্গেই কাজ শুরু করেছে এই টিম। কলকাতা পুলিশ সোশ্যাল মিডিয়ায় আত্মহত্যার আগাম পূর্বাভাস পেয়ে প্রাণ বাঁচিয়েছে ২ জনের। সেই সঙ্গেই চলছে জোরদার প্রচার। মানসিকভাবে সাহায্যের জন্য ১০০-তে ডায়ালের জন্যও আবেদন জানিয়েছে পুলিশ। 

Powered by Froala Editor