এবার করোনা আক্রান্ত রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু

ভারতের সঙ্গে পশ্চিমবঙ্গেও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এবার খোদ মন্ত্রীর দেহে বাসা বাঁধল ভাইরাস। করোনায় আক্রান্ত হলেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। তাঁর লালারসের নমুনা পরীক্ষা করার পর এই খবর জানা যায়। আপাতত বাড়িতেই চলছে তাঁর চিকিৎসা।

এই প্রথম রাজ্যের কোনো মন্ত্রীর দেহে হানা দিল করোনা ভাইরাস। সূত্রের খবর, দিন কয়েক আগে মন্ত্রীর বাড়ির এক পরিচারিকার দেহে করোনার খোঁজ মেলে। তারপরই হাসপাতালে পরীক্ষা করতে যান সুজিতবাবু। সেখানেই জানা যায়, তিনি কোভিড আক্রান্ত হয়েছেন। কিন্তু কোনো উপসর্গ দেখা যায়নি তাঁর দেহে। তাঁর বাড়ির লোকেদেরও পরীক্ষা করা হয়েছে। তবে চিকিৎসকদের চিন্তা, এর মধ্যে বেশ কিছু জায়গায় গিয়েছিলেন দমকলমন্ত্রী। অনেকের সংস্পর্শেও এসেছিলেন। সেক্ষেত্রে করোনা ছড়িয়ে পড়ার সম্ভাবনাও রয়েছে। 

চিকিৎসকদের পরামর্শে বাড়িতেই রয়েছেন সুজিত বসু। সেখানেই চলছে তাঁর চিকিৎসা। রাজ্যের মন্ত্রীর দেহে করোনা পাওয়ার পর সতর্ক বাকিরাও। সবাইকেই সাবধান করে দেওয়া হয়েছে। শুধু মন্ত্রী বা আমলাদের নয়, সমস্ত রাজ্যবাসী জাগতে সাবধানে থাকেন, সেই কথাই বারবার উল্লেখ করছেন প্রশাসন থেকে চিকিৎসকমহল। 

Powered by Froala Editor

Latest News See More