ভিডিও-তেই চলছে পড়াশোনা, ঘরবন্দি দিনগুলোয় উদ্যোগ সেন্ট জেভিয়ার্স স্কুলের

করোনার ভয়ে গোটা দেশ কার্যত স্তব্ধ। রাস্তাঘাট প্রায় জনশূন্য; তার ওপর স্কুল কলেজ কারখানা সব বন্ধ। ভারতে চলছে লকডাউন। আর সৌজন্যে, করোনা ভাইরাস। আক্রান্ত হওয়ার হাত থেকে বাঁচতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু স্কুল বন্ধ থাকলে বাচ্চাদের পড়াশোনা হবে কী করে? বাড়ি থেকে তো শিক্ষক, পড়ুয়া কেউই বেরোতে পারছে না। এমনই পরিস্থিতিতে এগিয়ে এল কলকাতার সেন্ট জেভিয়ার্স স্কুল। নিজেদের কয়েক হাজার ছাত্রছাত্রীর জন্য এবার অনলাইন টিউটোরিয়াল খুলল এই প্রতিষ্ঠান। যাতে বাড়িতে বসেই স্কুলের পড়াশোনা চালিয়ে যেতে পারে সবাই।

আরও পড়ুন
লকডাউনে স্তব্ধ রাজ্য, বয়স্ক ও অসুস্থ মানুষদের সাহায্যে এগিয়ে এলেন যাঁরা

পানিহাটি আর রুইয়া— সেন্ট জেভিয়ার্স স্কুলের মূল দুটো শাখা থেকেই এই উদ্যোগ শুরু করা হয়েছে গতকাল থেকে। শিক্ষকরা বাড়িতে বসেই সিলেবাস ধরে ধরে টিউটোরিয়াল ভিডিও তৈরি করছেন। তারপর সেই ভিডিও মেসেজের মাধ্যমে পড়ুয়াদের কাছে পৌঁছে যাচ্ছে। যাতে সবরকম ভাবে ওরা পড়তে পারে, ঘরবন্দি থাকার সময় যাতে অসুবিধা না হয়, খেয়াল রাখা হচ্ছে সেদিকেই। শুধু ভিডিও নয়, দরকারে অডিও, ছবি আর টেক্সটও দেওয়া হচ্ছে। ক্লাস ওয়ান থেকে একেবারে উচ্চমাধ্যমিক পর্যন্ত সবার জন্যই এই ব্যবস্থা। যতদিন লকডাউন চলবে, ততদিন নিজেদের প্রায় সাড়ে সাত হাজার পড়ুয়ার সঙ্গে এভাবেই জুড়ে থাকবে সেন্ট জেভিয়ার্স স্কুল।

আরও পড়ুন
করোনা থেকে বাঁচতে হাইড্রক্সি ক্লোরোকুইন, কিন্তু সকলের জন্য এক্ষুনি নয়

এই মুহূর্তে চারদিকে আশঙ্কা। তার মধ্যেও যাতে আমরা আশা না হারাই, সেই কথাও বলছেন স্কুল কর্তৃপক্ষ। ছাত্রছাত্রীদের মধ্যেও সেটা পৌঁছে দিচ্ছেন তাঁরা। ‘উই শ্যাল ওভারকাম’— এটাই হোক মন্ত্র। সেই সঙ্গে পড়াশোনাটাও চালিয়ে যেতে হবে। তাই একে অন্যের হাত ধরে থাকার এই প্রচেষ্টার জন্য সত্যিই সাধুবাদ প্রাপ্য ওই প্রতিষ্ঠানের।

Latest News See More