করোনার জেরে ভুক্তভোগী গোটা দেশ। সংকটে পড়েছে পশ্চিমবঙ্গও। যত দিন যাচ্ছে বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। রোগীরা সুস্থও হচ্ছেন বটে। সেই খবরেই আশার আলো হিসেবে উঠে এসেছেন শ্রীপতি নারায়ণ। ৯৮ বছর বয়সী এই মানুষটি করোনাকে জয় করে ফিরে এসেছেন ঘরে। বহাল তবিয়তে ভিকট্রি সাইন দেখাচ্ছেন। আর এটাই সাহস দিচ্ছে অন্যান্যদেরও…
গত ২২ জুন ডায়মন্ডহারবারের বাসিন্দা শ্রীপতিবাবুর করোনার রিপোর্ট পজিটিভ আসে। পরে সেখান থেকে কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন তিনি। তারপর থেকে শুরু হয় চিকিৎসা। আর তাঁর শরীরও সেই চিকিৎসায় দ্রুত সাড়া দিতে লাগল। অল্প কয়েকদিনের মধ্যেই সুস্থ হয়ে উঠলেন তিনি। আরও ভালো করে বললে, মাত্র আটদিনেই করোনাকে হারিয়ে দিলেন শ্রীপতিবাবু। শেষ পর্যন্ত ৩০ জুন বাড়ি ফিরে গেলেন তিনি।
ডাক্তাররা বলছেন, ৯৮ বছর বয়সেও তাঁর শরীরে অন্যান্য সমস্যা প্রায় নেই বললেই চলে। প্রেশার, সুগার— যে সমস্যাগুলো বয়স বাড়লে জাঁকিয়ে ধরে অনেকের, শ্রীপতি নারায়ণের ক্ষেত্রে তার কিছুই ছিল না। প্রসঙ্গত, এই মুহূর্তে শ্রীপতিবাবুই রাজ্যের প্রবীণতম করোনাজয়ী ব্যক্তি। অনেকের মতে, দেশের নিরিখেও তিনিই প্রবীণতম। এমন কৃতিত্ব বাকিদের মনেও আশার আলো দেখাবে। করোনার সঙ্গে এই প্রবল যুদ্ধে আমরাও যে জিততে পারি, শুধু দরকার শরীরের যত্ন, সময়মতো চিকিৎসা ও সতর্কবিধি পালন— এই কথাটাই বলে দিচ্ছেন শ্রীপতি নারায়ণের মতো মানুষরা। স্যালুট অবশ্যই প্রাপ্য, নয় কি!
Powered by Froala Editor
আরও পড়ুন
ভারতের প্রথম করোনা ভ্যাকসিন প্রস্তুত, নাম ‘কোভ্যাকসিন’, শীঘ্রই শুরু হবে ট্রায়াল